April 29, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

এটা করলেই বিরক্তিকর ওয়েবসাইট থেকে মুক্তি  

[kodex_post_like_buttons]

 

কম্পিউটারে নোটপ্যাড খুলুন। ফাইল থেকে ওপেনে ক্লিক করুন। নিচে Files of type থেকে All files নির্বাচন করুন। এবার C:/WINDOW System32/drivers/etc ফোল্ডারটি খুঁজে বের করুন। HOSTS ফাইলটি খুলুন। নিচে দেখুন একটা লাইন আছে এমন ‘127.0.0.1 localhost’ এর নিচে লিখুন 127.0.0.2 www.xyzabc.com (যে সাইট ব্লক করতে চান) এবং সেভ করুন।

অনেকগুলো সাইট ব্লক করতে চাইলে একইভাবে শুধু 127.0.0.1 এর জায়গায় 127.0.0.2 দিন, আরও করতে চাইলে 127.0.0.3 লিখে সাইটের পুরো ঠিকানা লিখবেন। আনব্লক করতে চাইলে ব্লক করার জন্য যে লাইনটা লিখেছিলেন, সেটা মুছে দিয়ে ফাইলটি সেভ করলেই চলবে।

Related Posts

Leave a Reply