April 28, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

তাইওয়ান প্রসঙ্গে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পথে চীন !

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

তাইওয়ানকে ঘিরে আবারও উত্তপ্ত হয়ে উঠছে চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাইওয়ানের সঙ্গে সম্পর্ক উন্নত করার লক্ষ্যে পাস হওয়া বিলে সই করলে চীন প্রয়োজনে যুদ্ধে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছে বেইজিং।

এর আগে মার্কিন সিনেট বুধবার সর্বসম্মতিক্রমে ‘তাইওয়ান ট্র্যাভেল অ্যাক্ট’ বিল পাস করে। এর ফলে এখন প্রেসিডেন্ট ট্রাম্প সই করলেই এটি মার্কিন যুক্তরাষ্ট্রের আইনে পরিণত হবে। বিলে বলা হয়েছে, তাইওয়ানের শীর্ষস্থানীয় কর্মকর্তারা ‘সম্মানজনক মর্যাদা নিয়ে’ আমেরিকা সফর করতে এবং শীর্ষস্থানীয় মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন। সেইসঙ্গে যেকোনো পর্যায়ের মার্কিন কর্মকর্তা তাইওয়ান সফরে গিয়ে তাদের সমকক্ষদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন।

এদিকে, স্বায়ত্বশাসিত দ্বীপ তাইওয়ানকে চীন নিজের অবিচ্ছেদ্য অঙ্গ বলে মনে করে। তাই বেইজিং মনে করছে, এ বিষয়টি ‘এক চীন’ নীতির পরিপন্থি এবং এ কারণে এরইমধ্যে সিনেটে বিল পাসের প্রতিবাদ জানিয়েছে চীন।

Related Posts

Leave a Reply