May 4, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

ভাবনা এবার ছবি হয়ে ফুটে উঠবে কম্পিউটারে 

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

মন পড়ে ফেলা বিষয়টা শুধুই কাল্পনিক। আদৌ কি তা সম্ভব? এই প্রশ্নকেই চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে নতুন প্রযুক্তি। এই প্রযুক্তিতে কার সম্পর্কে আপনি ভাবছেন সেটা বলে দেওয়া যাবে সহজেই। তাঁর ছবিটা স্পষ্ট হয়ে উঠবে। ইউনিভার্সিটি অফ টরেন্টো স্কারবরো-র গবেষক ড্যান নেম্রোদফ এমন এক পদ্ধতি আবিষ্কার করেছেন। আর এই পদ্ধতিতে একজন মানুষ কার কথা চিন্তা করছেন, তা বোঝা যাবে অনায়াসেই। এই প্রযুক্তির নাম ইলেক্ট্রোএনকেফ্যালোগ্রাফি।

গবেষক ড্যান জানিয়েছেন, আমরা যখন কিছু দেখি, তার একটা ছবি তৈরি করে নেয় আমাদের মস্তিষ্ক। ইইজি-র (ইলেক্ট্রোএনকেফ্যালোগ্রাফি) সাহায্যে সেই ছবির একটি সঠিক চিত্র ধরা যায়। গবেষক ও তাঁর টিম সম্প্রতি এমন এক প্রযুক্তি আবিষ্কার করেছেন যা ‘মাইন্ড রিড’ করতে পারে। ব্রেন ওয়েভ বিশ্লেষণ করে, সেই পদ্ধতি সৃষ্টি করে ভাবনায় থাকা মানুষটির মুখাবয়ব। বৈজ্ঞানিক জার্নাল ‘ইনিউরো’-তে প্রকাশিত হয়েছে এই গবেষণার কথা। এবং বিজ্ঞানের ভাষায় সেখানে বলা হয়েছে যে, ‘মেন্টাল ইমপ্রেশন’-কে ‘ডিজিটালি রিক্রিয়েট’ করেই এই ছবি পাওয়া যায়।

 

Related Posts

Leave a Reply