April 29, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি রোজনামচা

আমেরিকান সামরিক ঘাঁটির গা-ঘেসে মহড়া চালালো অত্যাধুনিক রুশ সাবমেরিন

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে রাশিয়া-আমেরিকা সম্পর্ক। আর তারই জের ধরে সম্প্রতি আমেরিকার উপকূলে মার্কিন সামরিক ঘাঁটির একেবারে কাছে মহড়া চালিয়েছে রাশিয়ার এক ডিভিশন সাবমেরিন। গোপনে এই মহড়া চালায় রাশিয়ান নেভি। যার ফলে প্রযুক্তিনির্ভর অত্যাধুনিক রুশ সাবমেরিনগুলোর অস্তিত্ব একেবারেই টের পায়নি মার্কিনবাহিনী।

এ ব্যাপারে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিচালিত একটি টিভি চ্যানেলকে রাশিয়ার কমান্ডার সের্গেই স্টারশিনভ জানিয়েছেন, “সাবমেরিন ডিভিশেনের মিশন সফলভাবে শেষ হয়েছে। এসব সাবমেরিন নির্ধারিত স্থানগুলোতে তাদের পেশি শক্তি প্রদর্শন করেছে। এমনকি কোনো রকমের বাধা ছাড়াই সেগুলো ঘাঁটিতে ফিরে আসে। তবে রুশ সাবমেরিনগুলো কবে এবং ঠিক কোন জায়গায় মহড়া চালিয়েছে তা পরিষ্কার করে বলা হয়নি। তবে টিভি চ্যানেলটি জানিয়েছে, একেবারে আমেরিকার উপকূলের কাছে মহড়া চালানো হয়েছে।

সাবমেরিনগুলো মার্কিন রাডার ফাঁকি দিতে সক্ষম হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে স্টারশিনভ বলেন, “হ্যা সাবমেরিনগুলো তা করতে সক্ষম হয়েছে। এবং সব রকমের শণাক্তকরণ এড়িয়ে যাওয়া-আসা করাই ছিল মস্কোর মূল লক্ষ্য। তিনি বলেন, রুশ সাবমেরিনগুলো মার্কিন উপকূলের একেবারে কাছে গেলেও আমেরিকার সমুদ্রসীমা লঙ্ঘন করেনি।

 

Related Posts

Leave a Reply