May 6, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি রোজনামচা

চার দেশের রাজপরিবারের হাত ঘুরে ৩০০ বছরের পুরোনো ভারতীয় হীরকখন্ড এবার নিলামে !

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

৩০০ বছর আগে ভারতের একটি খনি থেকে উত্তোলন করা ৬ দশমিক ১৬ ক্যারেটের একটি হীরকখণ্ড। ষোড়শ শতকে উত্তোলন করা হীরকখণ্ডটি এরই মধ্যে স্পেন, ফ্রান্স, ইতালি ও অস্ট্রিয়ায় চার রাজপরিবারের হাত ঘুরেছে। আগামী মে মাসে এটি নিলামে উঠতেচলেছে।

ব্রিটিশ বহুজাতিক নিলামকারী প্রতিষ্ঠান সোথবাইস উচ্চমান ও আকৃতির এই হীরকখণ্ডটির নিলামের আয়োজন করেছে। এটির দাম ৫০ লাখ সুইস ফ্রাঁর (৫২ লাখ মার্কিন ডলারের বেশি) পাওয়া যেতে পারে বলে মনে করছে নিলামকারী সংস্থা।

গোলকুন্ডা রাজ্যটি গঠিত হয়েছিল বর্তমান ভারতের উত্তর প্রদেশ ও তেলেঙ্গানা রাজ্য নিয়ে। জানা গেছে, গোলকুন্ডার ওই খনি থেকেই ষোড়শ শতকে বিশ্বখ্যাত নীলাভ হীরক উত্তোলন করা হয়েছিল। এরপর ১৭১৫ সালে তা উপহার হিসেবে পয়েছিলেন স্পেনের রানি এলিজাবেথ ফারনেস। এই হীরকখণ্ডটি সাতটির বেশি প্রজন্মের হাত ঘোরে। সেইসঙ্গে স্পেন থেকে ফান্সে এবং তারপর ইতালি ও অস্ট্রিয়ায় পৌঁছায়।

 

Related Posts

Leave a Reply