May 3, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি

১৭৫ বছরেও শেষ হয়নি অক্ষয়-অমর এই ব্যাটারি !

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ক্লেয়ারনডন ল্যাবরেটরিতে একটি ঘণ্টা রয়েছে। গত ১৭৫ বছর ধরে নিয়মিত বেজে চলেছে সেটি। কিন্তু এখনো সেই ঘণ্টার ব্যাটারির চার্জ শেষ হয়নি। এটা কোনো গল্প নয়; একেবারেই সত্যি ঘটনা। তবে সেই ঘণ্টাটি কেবল বাজার পরিবর্তে কেঁপে ওঠে।

আসলে ঘণ্টাটি একটি কাচের জারের মধ্যে রাখা রয়েছে। জারের কাছে কান নিয়ে গেলে এর কম্পন অনুভব করা যায়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনার পেছনে রয়েছে এক ‘আপাত অক্ষয় ব্যাটারি’র কেরামতি। ১৮৪০ সাল থেকে এই ব্যাটারিটি বাজিয়ে চলেছে ঘণ্টাটিকে। সেই ব্যাটারিটিকে প্রযুক্তির ভাষায় ‘ড্রাই পাইল’ বলা হয়। এটি বিশ্বের প্রথম কয়েকটি ইলেক্ট্রনিক ব্যাটারির অন্যতম।

তাতে ব্যবহৃত হয়েছিল রুপা, দস্তা, গন্ধক, এমনকী, মুলো ও বিটের টুকরোও। আরো কী কী এই ব্যাটারির ভেতরে রয়েছে। গবেষকরা এই ব্যাটারি খুলে পরীক্ষা করতে চাইলে সরাসরি না করে দেওয়া হয়। কারণ, বেশি ঘাঁটাঘাঁটি করলে এটি বিকল হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ফলে রহস্যের সমাধান হয়নি আজও। ঘণ্টা আজও বেজে চলেছে কাচের জারের ভেতরে।

 

Related Posts

Leave a Reply