May 6, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

জি-৭ সম্মেলনে এসে ট্রাম্পের দাদাগিরি !

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

কানাডায় শুক্রবার ছিল জি-৭ সম্মেলনের প্রথম দিন। দেরি করে এসে আগেই সম্মেলন স্থল ত্যাগ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রথম দিনই ট্রাম্প হুমকি দিয়েছেন সেখানে উপস্থিত বিশ্ব নেতাদের। আগামী দিনে আমেরিকা আরও কঠিন পদক্ষেপ নেবে বলে অন্য্ দেশগুলিকে জানিয়ে দেন ট্রাম্প। তিনি বিশ্ব নেতাদের কঠোর সমালোচনাও করেছেন। কানাডা, মেক্সিকো, এবং ইউরোপীয় ইউনিয়নের ওপর সম্প্রতি ট্রাম্প প্রশাসনের আরোপ করা শুল্ক নিয়েই বেশি আলোচনা হয়েছে সম্মেলনে। সেখানেই ট্রাম্প শুল্ক হার আরও বাড়ানোর কথাও বলেছেন!

শনিবার সম্মেলনের দ্বিতীয় ও শেষ দিন। ট্রাম্পের এই হুমকির পর তা ঠিকমতো শেষ হবে কী না তাই নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। ক্রিমিয়াকে দখল করে নেয়ার পর এই গোষ্ঠী থেকে রাশিয়াকে বাদ দেওয়া হয়। শুক্রবার ট্রাম্প রাশিয়াকে ফের অন্তর্ভূক্ত করে নিতে বলেছেন। তবে জার্মানির চ্যাঞ্চেলর জানিয়ে দিয়েছেন, জি৭ এর ইউরোপীয় ইউনিয়নের সদস্যরা এই দাবিকে সমর্থন করেন না।

 

Related Posts

Leave a Reply