May 6, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular শারীরিক

চাই সামান্য বুদ্ধি, এই উপায়ে এসি ছাড়াই পাবেন এসির মজা 

[kodex_post_like_buttons]

 

প্রচন্ড গরমে জনজীবন ওষ্ঠাগত। এই সময় শরীর জুড়াতে হিম শীতল ঘরে ঠাইঁ নেনে অনেকে। যাদের ঘরে এসি আছে তারাই কেবল ঠান্ডা হাওয়া গায়ে মাখতে পারেন। কিন্তু যাদের ঘরে এসি নেই তাদের কি হবে? আপনি যদি বুদ্ধি খাঁটান হবে এসি ছাড়াই পেতে পারেন এসির হাওয়া। জেনে নিন সেই কৌশল।

গরমে তাপমাত্রার পারদ এখন ক্রমশ উর্দ্ধমুখী৷ ভাবছেন অফারে একটা এসি এ বার কিনে নিতেই হবে। না হলে আর রক্ষে নেই! কিন্তু ইলেকট্রিক বিল! সেটার কী হবে? এসি ঘরের তাপমাত্রা কমালেও ইলেকট্রিক বিল লাফিয়ে লাফিয়ে বাড়বে। তাই ঝটপট জেনে নিন এমন কিছু উপায়, যাতে আপনার ঘর এসি ছাড়াই থাকবে ঠান্ডা!

১. ঘরে ভেন্টিলেটর থাকলে, ভালে করে সেটিকে পরিষ্কার করে রাখুন৷
২. প্রয়োজন ছাড়া ঘরের আলো একদম জ্বালাবেন না৷ ঘরে টিউব লাইট ব্যবহার করুন৷ সম্ভব হলে কম আলোর এলইডি আলো ব্যবহার করুন।
৩. ঘরের জানলা যদি কাচের হয়, তাহলে মোটা পর্দা দিয়ে ঢেকে দিন৷ পর্দার রং গাঢ় হওয়া চাই। কারণ, গরমে হালকা রঙের পর্দায় তাপ আটকানোর ক্ষেত্রে মোটেই কার্যকরী নয়৷
৪. বাজারে উপলব্ধ খেসের পর্দা কিনে নিয়ে এসে জানলায় লাগিয়ে দিন৷ সুযোগ মতো মাঝে মাঝে সেটিকে জল দিয়ে ভিজিয়ে দিন৷
. ঘরের মধ্যে ছোট বা বড় টবে গাছ রাখুন৷ দেখবেন এর ফলে ঘর বেশ খানিকটা ঠান্ডা অনুভব করবেন৷
. ঘর মোছার সময় জলের মধ্যে বেশ খানিকটা পরিমাণ নুন ঢেলে নিন৷ নুন জল দিয়ে ভিজে ভিজে করে ঘর মুছতে পারলে  ঘরের তাপমাত্রা অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে৷

Related Posts

Leave a Reply