May 2, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular রোজনামচা

উপলক্ষ বিশ্বকাপ: দেশের নাগরিকদের হাসতে শেখার তালিম দিচ্ছে রাশিয়া ! 

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

সাধারণত রাশিয়ানরা খুব প্রয়োজন না হলে সচরাচর হাসেন না! কিন্তু বিশ্বকাপ ফুটবল উপলক্ষে গোটা বিশ্বের মানুষ উপস্থিত হবেন সেদেশে। তারা গিয়ে যদি দেশের নাগরিকদের মুখে হাসি না দেখেই ফিরে যান তাহলে তো আর মান-ইজ্জত থাকে না। সেই কারণে নাগরিকদের হাসতে শেখানোর জন্য রাশিয়ায় সরকারিভাবে বিভিন্ন কোর্স করানো শুরু হয়েছে।

বিশ্বকাপ ফুটবলের এবারের আয়োজনের সঙ্গে সম্পৃক্ত থেকে শুরু করে সাধারণ নাগরিকরাও যাতে করে পর্যটকদের সঙ্গে হাসি মুখে কথা বলতে পারেন, সেজন্য হাসির ব্যাপারে তাদেরকে দক্ষ করে তোলা হচ্ছে। রাশিয়ান মনোবিজ্ঞানী ইলনারা মুস্তাফিনা হাসি বিষয়ক প্রশিক্ষণের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তিনি বলেন, সাধারণত রাশিয়ার নাগরিকরা হাসে না। এতে করে পর্যটকরা ভাবতে পারেন, রাশিয়ার মানুষরা বন্ধুভাবাপন্ন নয়। সে কারণে কীভাবে হাসতে হয় সেটা সবাইকে শেখাতে হচ্ছে।

জানা গেছে, হাসির ইয়োগা থেকে শুরু করে বিভিন্ন কোর্স করানো হচ্ছে। জামফিরা কামালায়াভা নামের একজন বলেন, এ হাসি আমাকে অনেক অনেক আনন্দ ও শক্তি যোগান দিচ্ছে। এখন মনে হচ্ছে সবকিছুই করা সম্ভব। আমি সব কিছুই করতে পারব।

 

Related Posts

Leave a Reply