May 5, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular খেলা

শুধু ফেয়ার প্লে নয় ফেয়ার দর্শকের জন্যও এখন বিশ্ব নন্দিত হচ্ছে জাপান!

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

গ্রুপ পর্বে সেনেগালের সমান পয়েন্ট ও গোল ব্যবধান ছিল জাপানের। সুযোগ ছিল যে কোনো একটি দলকে দ্বিতীয় রাউন্ডে ওঠার। ফেয়ার-প্লে’র সুবাদে নক আউট পর্বে চলে যায় জাপান। শুধু মাঠে নয়, মাঠের বাইরে গ্যালারিতেও উদারহণ রেখে গেলো জাপানিরা। প্রতিটি ম্যাচ শেষে জাপানি সমর্থকরা নিজের হাতে স্টেডিয়ামে পড়ে থাকা ময়লা তুলে তা ডাস্টবিনে ফেলেছেন। নক আউট পর্বে হেরে স্বপ্নভঙ্গ হওয়ার পর কেঁদেছেন ঠিকই, কিন্তু সবকিছু ভুলে সেই স্টেডিয়াম পরিষ্কার করার কাজটা করতে ভোলেননি। নিজের হাতে স্টেডিয়াম পরিষ্কারের সেই ছবি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। যা বিশ্ববাসীর সামনে পরিচ্ছন্ন জাপানি ইমেজকে অনেকটাই তুলে ধরলেন জাপানিরা।

তবে শুধু সমর্থকরা নন, হারলেও জাপানি ফুটবলাররা উদাহরণ রেখে গেছেন ড্রেসিং রুমে ফিরে। বেলজিয়ামের বিরুদ্ধে নক আউট পর্বের ম্যাচের সময় যে ড্রেসিং রুমটা তারা ব্যবহার করেছেন, যাওয়ার আগে সেটাও পরিষ্কার-পরিচ্ছন্ন করে গেছেন। এমনকি যাওয়ার সময় রাশিয়াকে কৃতজ্ঞতা জানাতেও ভোলেননি। যাওয়ার আগে ড্রেসিমগ রুমের দরজায় একটা চিরকুট সেঁটে দিয়ে গেছেন। তাতে লেখা, ‘রাশিয়ানদের ধন্যবাদ!’ এটা দেখে ক্রিকেটার মোহাম্মদ কাইফ টুইটারে লিখেছেন, আশা করি আমার ভক্ত ও সমর্থকরা এই সংস্কৃতি তাদের বাস্তব জীবনেও অনুসরণ করবেন।

 

Related Posts

Leave a Reply