May 3, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular রোজনামচা

আড়াই বছর বয়সেই তারা ছিল ‘গেছো বাঁদর’, জানালো  জীবাশ্ম 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :  

এখন আড়াই বছরের শিশু প্লে স্কুলে যায় | আগে এই বয়সী শিশুরা গাছে চড়ত | এ ডাল থেকে ও ডাল লাফালাফি করত | ঝুলে থাকত দীর্ঘক্ষণ | তবে আগে বলতে বেশ আগে | ৩০ লক্ষ বছর আগে ! বাঁদর বলে ভাবার কারণ নেই | মানবশিশুই এই ক্ষামতার অধিকারী ছিল  | বলছেন প্রত্নতাত্বিকরা | ৩০ লক্ষ বছরের পুরনো একটি জীবাশ্ম পরীক্ষা করে | ২০০২ সালে ইথিওপিয়ার ডিকিকায় শিশুর একতি পূর্ণাঙ্গ জীবাশ্ম আবিষ্কার করেব প্রত্নতাত্ত্বিকরা | তার উপর দীর্ঘ গবেষণাই বলছে সেই প্রাগৈতিহাসিক যুগে এমন ক্ষমতা ছিল আড়াই বছর বয়সী মানবসন্তানের |
জীবাশ্মটির নাম দেওয়া হয়েছে সেলম | ইথিওপিয়ার স্থানীয় ভাষায় এর অর্থ শান্তি | তার গোটা পায়ের পাতার হাড় উদ্ধার করা গিয়েছে । সায়েন্স অ্যাডভান্স জার্নালে প্রকাশিত গবেষণা থেকে জানা গিয়েছে, সালেমের সোজা হয়ে দাঁড়িয়ে হাঁটার ক্ষমতা ছিল । এখনকার মানুষের সঙ্গে তার পায়ের পাতা, হাঁটু, নিতম্বের কঙ্কালের হুবহু মিল রয়েছে ।
১৮ লক্ষ বছরের পুরনো ১১ বছর কিশোরে একটি পূর্ণাঙ্গ জীবাশ্ম মিলেছে ইথিওপিয়ায় । ‘লুসি’ নামে ওই জীবাশ্মের সঙ্গে সেলমের মিল রয়েছে । গবেষকদের ধারণা‚ সে সময় মানুষ ছিল বৃক্ষচারী | সর্বক্ষণ না হলেও অন্তত দিনের বেশিরভাগ সময়ই মানুষের কাটত গাছের ডালে | তখনও আগুনের ব্যবহার আয়ত্তে আসেনি | হিংস্র পশুদের আক্রমণ থেকে বাঁচতে উঁচু গাছকেই নিরাপদ বলে মনে করত মানুষ | গুহামানব এদেরও উত্তরসুরী |  

Related Posts

Leave a Reply