May 1, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular খেলা

বিশ্বকাপে দলে না নেওয়ায় অভিমানে ফুটবল ছেড়ে ক্রিকেটে ফিরলেন ইংল্যান্ডের ১ নম্বর গোলকক্ষক !

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

ইংল্যান্ডের প্রথম সারির গোলরক্ষকদের মধ্যে জো হার্ট একজন। দেশের হয়ে তিনটি বড় টুর্নামেন্টে দলের গোল বার সামলেছেন তিনি। বিশ্বকাপ বাছাইপর্বেও ৯টি ম্যাচে গ্লাভস হাতে পোস্টের নিচে দায়িত্ব পালন করেছেন। অথচ এই গোলরক্ষককেই কিনা নেওয়া হয়নি বিশ্বকাপেরমূল পর্বে !

আর তাতেই রাগে-অভিমানে ফুটবল থেকে আগ্রহ হারিয়ে ফেললেন জো হার্ট। বর্তমানে ফুটবল ছেড়ে তিনি যোগ দিয়েছেন ক্রিকেট দলে। ঘরের ক্লাব স্রিওবারির হয়ে ক্রিকেট নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন ৩১ বছর বয়সী হার্ট। বার্মিংহাম প্রিমিয়ার ডিভিশন লিগের ম্যাচে ৯ নম্বরে ব্যাটিং করতে নামেন তিনি। তবে ব্যাটিংটা ভালো হয়নি। মাত্র ৬ রান করেই ফিরতে হয় তাকে। পাশাপাশি ফিল্ডিংয়ে নিয়েছেন একটি ক্যাচ। যদিও তার দল ম্যাচ জিতেছে।

উল্লেখ্য, ইংল্যান্ড ফুটবলের থ্রি লায়ন্সের হয়ে ৭৫টি ম্যাচ খেলেছেন হার্ট। তবুও ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট অভিজ্ঞ এই গোলরক্ষককে বিশ্বকাপে নেননি। তার এবারের পরিকল্পনায় ছিলো তরুণদের বেশি সুযোগ দেওয়া আর সেই কারণেই বাদ পড়তে হয়েছে ৩১ বছর বয়সি হার্টকে।

 

Related Posts

Leave a Reply