May 6, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular খেলা

একরাশ অভিমান নিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালো ওজিল 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

রাশিয়া বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার পর থেকেই তীব্র সমালোচনার মুখে পড়েছে জার্মানির ফুটবলাররা। আর এই লজ্জাজনক পারফরম্যান্সের পর সবচেয়ে বেশি দোষারোপ করা হয়েছে মিডফিল্ডার মেসুত ওজিলকেই। অথচ আগের বারের বিশ্বকাপে তার দুর্দান্ত অবদান ছিল। সেই সব ভুলে এবার কেন তিনি ‘খোলস ছেড়ে বেরোতে পারলেন না’, সেই জন্য তাকে লক্ষ্য করে ছুটে আসছিলো সমালোচনার তীর।

এতো দোষারোপ আর সমালোচনার কারণে অভিমানে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন ওজিল। অবসরের কথা সরাসরি ঘোষণা না করলেও আর্সেনালের এই প্রাণভোমরা বলেন, ‘জার্মানির হয়ে খেলার আর কোনো ইচ্ছে নেই আমার।’ এদিকে, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপে এরদোয়ানের সঙ্গে একই ছবিতে ফ্রেমবন্দি হওয়া নিয়েও সমালোচনার মুখে পড়েন ওজিল। ওই ছবিতে ওজিলের সঙ্গে ছিলেন সতীর্থ গান্ডুগানও। দু’জনেই তুরস্কের বংশোদ্ভূত জার্মান ফুটবলার। এই ব্যাপারে ওজিল বলেন, ‘কোন রাজনৈতিক কারণ ছিল না ওই ছবির। আমার পূর্বপুরুষের দেশের প্রেসিডেন্টের সঙ্গে ছবি তুলেছি। ওই দেশের সঙ্গে আমার শেকড়ের সম্পর্ক।’

 

Related Posts

Leave a Reply