April 29, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular শিল্প ও সাহিত্য

১ লাখ ৬৫ হাজার পাউন্ডে বিক্রি হলো নকল ছবি !

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

বিখ্যাত শিল্পীর আঁকা মূল্যবান ছবি মনে করে কেনার পর যদি দেখা যায় এটি আসল শিল্পীর নয়, তাহলে ক্রেতার হতাশার শেষ থাকে না। তেমনই একটি ঘটনা ঘটেছে স্যার উইলিয়াম নিকলসনের চিত্রকর্মের নামে একটি ভুয়া ছবির ক্ষেত্রে।

ছবিটি বিক্রি হয়েছিল ১ লাখ ৬৫ হাজার পাউন্ডে। গ্লাস, জগ ও নাশপাতির ছবি রয়েছে সেই চিত্রকর্মে, যা এতদিন স্যার উইলিয়াম নিকলসনের চিত্রকর্ম হিসেবে ব্রিটেনে রাখা ছিল। এটি তারই ছবি বলে মনে করা হত। সম্প্রতি ছবিটি জাল প্রমাণিত হয়। কয়েকজন বিশেষজ্ঞ ছবিটি ভুয়ো বলে চিহ্নিত করেন। বিশেষজ্ঞরা শিল্পীর হাতের লেখা ও ছবি আঁকার ধরন বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে পৌঁছেছেন। এর আগে জন মেয়াত নামে এক নকল চিত্রকর জানিয়েছিলেন তিনি নিকলসনের ছবি নকল করেছেন, তবে এটি সেই ছবি নয়।

প্রশ্ন উঠেছে, তাহলে কে আঁকল ছবিটি? এক্ষেত্রে বিশেষজ্ঞরা বলছেন, এটি হয়ত কোনো পরিচিত শিল্পীর নয়। এমনকি এটাও হতে পারে যে, শিল্পী নিজে যাদের ছুটির দিনে ছবি আঁকা শেখাতেন তাদের কারো আঁকা। তাদের মধ্যে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলও রয়েছেন। স্যার উইলিয়াম নিকলসনের জন্ম ১৮৭২ সালে। বিখ্যাত ব্রিটিশ এই শিল্পী ১৯৪৯ সালে ইংল্যান্ডে মারা যান।

Related Posts

Leave a Reply