May 4, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি শারীরিক

কলার আঁশ দিয়ে তৈরী জিনস! ঘাম শুষতে লাগে না মিনিট

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :

গ্রীষ্মের দাবদাহে জিনস পরে চলাফেরা করা খুব কষ্টকর। আর তা যদি হয় ভারতের মতো আবহাওয়ায় তাহলে তো প্রশ্নই আসে না! তাছাড়া অন্যান্য পোশাকও বেশ ব্যয়বহুল সেখানে। এই পরিপ্রেক্ষিতে চেন্নাইয়ের তাঁতিরা নতুন এক উপায় উদ্ভাবন করেছেন যেটি পরিবেশবান্ধব হবে এবং খরচের দিক থেকেও সাশ্রয়ী হবে।

একটি প্রতিবেদন মতে, চেন্নাইয়ের অনকথুপুর গ্রামে তাঁতিরা কলার অংশ দিয়ে সুতো তৈরি করে তা দিয়ে জিনস বুনচ্ছেন এই কাপড় পর্যাপ্ত পরিমাণে ঘাম শুষে নেবে এবং কাপড়ের মধ্য দিয়ে বাতাস চলাচল করবে। সুতার প্রধান উপকরণ হলো কটন এবং কলার আঁশ। এই তাঁতিগণ ‘পাট তাঁতি এসোসিয়েশন’ এর সদস্য এবং তারা শুধু জিনসই নয়, স্কার্টও বুনছেন।

এখন প্রশ্ন আসতেই পারে, জিনসের বোতামগুলো কিসের? ধাতব না প্লাস্টিক? আপনাকে অবাক করে দিয়ে জানানো যাচ্ছে যে, জিনসের বোতামগুলো নারকেলের শাঁস দিয়ে তৈরি! যত মানুষ এটি পরিধান করবে তত সেটি পরিবেশবান্ধব ও আরামদায়ক হবে বলে আশা করা হচ্ছে। 

Related Posts

Leave a Reply