May 5, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular সফর

আজব : এই আপেল খেলেই প্রেম 

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :  

নানাভাবে প্রেম নিবেদন করে থাকে প্রেমিক-প্রেমিকারা। তবে একেক দেশে একেকভাবে।  মনের মানুষকে সঙ্গী করে নেয়ার প্রথম যে ধাপ সত্যিই মজার।  মানুষ কীভাবে ভালোবাসার মানুষটিকে বিশেষ অনুভূতি জানায়- এর উত্তর খুঁজতে গিয়ে বেরিয়ে এলো দারুণ মজার কিছু তথ্য৷

অস্ট্রিয়ায় মেয়েদের মধ্যে প্রেম নিবেদনের অদ্ভুত এক রেওয়াজ আছে৷ গ্রাম এলাকায় ঐতিহ্যবাহী নাচের সময় মেয়েরা আপেল নিয়ে বগলের নিচে রাখে৷ কিছুক্ষণ পর সেই আপেল তুলে দেয় ভালোলাগার মানুষটির হাতে৷ ছেলেটি যদি আপেলটি খায় তাহলে বুঝে নিতে হবে, সে প্রেম করতে রাজি৷

আজকাল সরাসরি প্রেম নিবেদনের অনেক আগেই শুরু হয়ে যায় মেসেজ-বিনিময়৷ এমনকি বিয়ে হলেও মেসেজ-বিনিময় চলতে থাকে৷ তবে মেসেজের ভাষাটা যায় বদলে৷

ডেটা সায়েন্টিস্ট এলিস ঝাও নিজেও বিয়ের আগে তার প্রেমিককে নিয়মিত ‘লাভ ইউ’ মেসেজ লিখতেন৷ আজকাল সেখানে শুধু ‘হাই’, ‘হ্যালো’, ‘বাড়িতে’, ‘ওকে’, ‘হ্যাঁ’, ‘না’ – এই জাতীয় শব্দই লিখছেন৷ আসলে এখন তো প্রেমের কথা ঘরে মুখোমুখি বসেই বলা যায়, মেসেজে লেখার কি দরকার!

মেক্সিকোর কিকাপু উপজাতির পুরুষরা প্রেম করে শিস বাজিয়ে৷ যাকে পছন্দ তাকে শিস বাজিয়ে ডেকে নেয় প্রেমিক পুরুষ৷ মেয়েটি সাড়া দিলে শুরু হবে কথা৷ তবে সে কথায় একবারও আসবে না, ‘আমি তোমাকে ভালোবাসি৷’ আশপাশে লোকজন থাকলে তো বটেই, না থাকলেও আকার-ইঙ্গিতেই একে অপরকে বলবে ‘ভালোবাসি’৷

Related Posts

Leave a Reply