May 6, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

হাতি তাড়াতে মৌমাছির!

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু রুখতে এবার ভারতীয় রেল বিশেষ এক পরিকল্পনা নিলো। হাতির করিডরগুলোতে এবার এক বিশেষ ধরণের ডিভাইস ব্যবহার করবে রেল, যা থেকে ছড়াবে মৌমাছির আওয়াজ। যা ৬০০ মিটার দূর থেকে শুনতে পাবে হাতির পাল। উত্তর-পূর্ব সীমান্ত রেলের গুয়াহাটির কাছে পরীক্ষামূলকভাবে লাগনো হয়েছে এই ডিভাইস। যা ভালোই কাজ করছে বলে জানিয়েছে রেল। মাত্র ২ হাজার টাকা খরচ করেই এই ডিভাইস ব্যবহার করা যাচ্ছে। সামান্য খরচে এত ভালো ফল রেলের কাছে এখন হাতে স্বর্গ পাওয়ার মতো ব্যাপার।

রেল প্রতিমন্ত্রী রাজেন গোঁহাইন কিছুদিন আগেই জানিয়েছিলেন, ২০১৪ থেকে ২০১৭ মধ্যে লাইন পারাপারের সময় ট্রেনের ধাক্কায় মারা গেছে ৩৫টি হাতি। গত এপ্রিল মাসে হাওড়া-মুম্বই মেলের ধাক্কায় ওড়িশার ঝাড়সুগুদা শাখার তেলিদিহিতে চারটি হাতি মারা যায়। বারবার এই হাতি মৃত্যুতে রেল-রাজ্য তরজা লেগেই রয়েছে। নানান পদক্ষেপ করেও সুফল তেমন পাওয়া যাচ্ছিলো না। তাই এবার নতুন ভাবনা রেলের। ছোট মৌমাছির হুলকে ভীষণরকম ভয় পায় হাতি। এই বদ্ধ ধারণা থেকেই এবার রেলের এই নবতম পরিকল্পনা।

 

Related Posts

Leave a Reply