May 5, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular খেলা

আজ বাংলাদেশকে হালকা ভাবে নিচ্ছে না ভারত

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

মাত্র ৬ মাসের ব্যবধানে দু’টি টুর্নামেন্টের ফাইনালে দেখা হলো ভারত ও বাংলাদেশ এর৷ আজ শুক্রবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপ ফাইনালে বাংলাদেশকে কোনোভাবেই হালকা ভাবে নিচ্ছে না টিম ইন্ডিয়া৷

এশিয়া কাপের চলতি আসরের সুপার ফোরে ভারত বাংলাদেশকে হেলায় হারালেও ফাইনালে মাশরাফি-মুশফিকুরদের হালকাভাবে নেওয়ার ভুল করতে চায় না ‘মেন ইন ব্ল’৷ বৃহস্পতিবার প্রাক ম্যাচ সাংবাদিক বৈঠকে সতীর্থদের এ নিয়ে সর্তক করলেন শিখর ধাওয়ান৷ টুর্নামেন্টের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে দেওয়া মাশরাফিরা গত বুধবার সুপার ফোরের শেষ ম্যাচে পাকিস্তানকে ৩৭ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করেছে৷ আর ভারতের সামনে সাতবার এশিয়া সেরা হওয়ার হাতছানি৷ বিরাট কোহলিকে ছাড়া টুর্নামেন্টে এখনও পর্যন্ত অপরাজিত ভারত৷

এদিন ধাওয়ান বলেন, ‘টুর্নামেন্টে প্রতিটি দলই কমপেটিটিভ৷ প্রত্যেকেই ভেবেছিল ফাইনালে ভারত-পাকিস্তান খেলবে৷ কিন্তু বাংলাদেশ দারুণ ক্রিকেট খেলে ফাইনালে পৌঁছেছে৷ আমাদের তাদের হালকাভাবে নেওয়ার ভুল করার চলবে না। কারণ পাকিস্তান ভাল দল কিন্তু বাংলাদেশ তাদের থেকেও ভালো তা প্রমাণ করেছে৷ খাতায-কলমে এবং মাঠে পারফর্ম করার মধ্যে এটাই পার্থক্য৷’

গত মার্চে শ্রীলঙ্কার মাটিতে দ্বীপরাষ্ট্রে স্বাধীনতার ৭০ বছরের পূর্তিতে নিদাহস ট্রফির ফাইনালে বাংলাদেশকে চার উইকেট হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত৷ রুদ্ধশ্বাস ফাইনালের শেষ ওভারে ভারতকে জিতিয়ে নায়ক হন দীনেশ কার্তিক৷ এবারও কঠিন লড়াইয়ের আশঙ্কা করছেন টিম ইন্ডিয়ার বাঁ-হাতি ওপেনার৷ টুর্নামেন্টে দু’টি সেঞ্চুরি করে স্বপ্নের ফর্মে রয়েছেন ধাওয়ান৷

সুপার ফোরের প্রথম দু’টি ম্যাচ জিতে ফাইনাল পৌঁছে যাওয়ায় শেষ ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে পাঁচ ক্রিকেটারকে বিশ্রাম দেয় টিম ইন্ডিয়া৷ বিশ্রাম দেওয়া হয় ক্যাপ্টেন রোহিত শর্মা ও শিখর ধাওয়ানকে৷ আফগানিস্তানের বিরুদ্ধে দলকে নেতৃত্ব দেন ধোনি৷ তবে জয় অধরা থাকে টিম ইন্ডিয়ার৷ ২৫২ রান তাড়া করে ২৫২ রানে অলআউট হয়ে যায় ভারত৷ ধোনির নেতৃত্বে আফগানদের বিরুদ্ধে ম্যাচ টাই করে ভারত৷ এখান থেকে শিক্ষা নিয়ে ফাইনালে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হতে চাইছে তারা৷

Related Posts

Leave a Reply