April 29, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

২৭ জঙ্গি আফগানিস্তানকে ফিরিয়ে দিয়েছে পাকিস্তান 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

৭ জন জঙ্গিকে আফগানিস্তানের হাতে তুলে দিয়েছে পাকিস্তান৷ এই জঙ্গিরা মূলত তালিবান ও হাক্কানি নেটওয়ার্কের সদস্য বলে জানা গেছে৷ ২০১৭ সালের নভেম্বর মাসেই জঙ্গিদের আফগানিস্তানের হাতে তুলে দেয় পাকিস্তান। সম্প্রতি এক বিবৃতিতে এই খবর নিশ্চিত করেছে পাকিস্তানের বিদেশ মন্ত্রক।

এই বিষয়ে একাধিক ট্যুইট করে পাক বিদেশ মন্ত্রকের মুখপাত্র মহম্মদ ফইজল জানান, দীর্ঘদিন ধরেই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়ছে পাকিস্তান৷ এই পদক্ষেপ তারই অংশ৷ তেহরিক-ই-তালেবান ও হাক্কানি নেটওয়ার্ক যাতে কোনভাবেই পাকিস্তানের মাটিকে ব্যবহার করে সন্ত্রাসবাদের বিস্তার ঘটাতে না পারে, তার জন্যই এই পদক্ষেপ বলে ইসলামাবাদ জানিয়েছে৷

বিদেশ মন্ত্রকের তরফ থেকে আরও বলা হয় বিশ্বে সবচেয়ে সন্ত্রাস বিধ্বস্ত দেশ পাকিস্তান৷ ৭৫০০০ সাধারণ মানুষ ও ৬০০০ সেনা প্রাণ হারিয়েছে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে৷ সন্ত্রাসে মৃত্যুর সংখ্যা এই দেশেই বেশি বলেও তথ্য দিয়ে প্রমান করার চেষ্টা করেছে তারা৷

 

Related Posts

Leave a Reply