May 2, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

নাম আইফোন সেভেন, তাও মানুষের !

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :
আচ্ছা, আইফোন কী? চোখ বুঝে উত্তর মিলবে : কেন মোবাইল ফোনের নাম? এখানেই কি শেষ? মানুষের নাম কি আইফোন হতে পারে? হুম, হতে পারে। অবিশ্বাস্য এমন কাণ্ডটিই ঘটিয়েছেন ইউক্রেনের এক তরুণ। বিশ বছর বয়সী ওই তরুণ তার নাম পাল্টে রেখেছেন আইফোন সিম সেভেন। এ নামটি নেওয়ার আগে ইউক্রেনের ওই তরুণের নাম ছিল ওলেক্সান্ডার তুরিন।

একটি আইফোন সেভেন মোবাইল ফ্রি পাওয়ার জন্য এ নাম নেওয়া হয়েছে বলে জানান ছেলেটি। ইউক্রেনে একটি আইফোন সেভেন মোবাইল এর দাম পড়ে ২৩,৪৯৯ ইউক্রেনীয় মুদ্রা। ৭৬০ ব্রিটিশ পাউন্ড মূল্যমানের এ মোবাইলটির দাম আরও বেড়ে যায় বিভিন্ন শুল্ক ও আন্তর্জাতিক পরিবহন খরচের কারণে।

আইফোন সেভেন নামে ছেলেটির বোন বলেন, ‘এটা গ্রহণ করা কষ্টকর এবং বিশ্বাস করা আরও কঠিন। তবে এটা সত্য। প্রত্যেকেই একেকভাবে নিজেকে প্রকাশ করতে চায়। সে এমনভাবেই নিজেকে প্রকাশ করেছে।’

বিশ বছর বয়সী আইফোন সিম সেভেন শুক্রবার একটি আইফোন সেভেন মোবাইল উপহার পায়। যখন তার ছেলে মেয়ে হবে তখন আবার নাম পাল্টানোর চিন্তা করবে বলে জানায় আইফোন সেভেন নামের ছেলেটি!

Related Posts

Leave a Reply