May 2, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular সফর

মানুষের হাতে অকালমৃত্যুর শিকার তাই পোকামাকড়ের জন্যও ‘স্মৃতিসৌধ’

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

জাপানে মানুষের হাতে অকালমৃত্যুর শিকার হওয়া পোকামাকড়ের জন্য একটি নতুন স্মৃতিসৌধে স্থাপন করা হয়েছে। স্মৃতিসৌধটিতে আছে একটি বিরাট আকারের পোকার মূর্তি – এবং তার চার দিকে রয়েছে তারের জালের বেষ্টনী।  টোকিওর দক্ষিণে কামাকুরা শহরে কেনচোজি মন্দিরে এই মনুমেন্টটি স্থাপিত হয়েছে।

এই অভিনব ভাবনটি প্রথম আসে প্রাণী বিশেষজ্ঞ তাকেশি ইয়োরোর মাথায়। তিনি বহু বছর ধরেই কীটপতঙ্গ-প্রেমী। তার আশা, তিনি যে পোকামাকড়গুলো সংগ্রহ করেছেন তাদের আত্মা এই স্থাপনার মধ্যে দিয়ে শান্তি পাবে।

এধরণের স্মৃতিসৌধের কথা সচরাচর শোনা যায় না ঠিকই, তবে মার্কিন যুক্তরাষ্ট্রের আলাবামা রাজ্যে সিটি অব এন্টারপ্রাইজে একই ধরণের একটি স্মৃতিস্তম্ভ আছে। তাতে দেখা যায়, একজন মহিলা একটি অতিকায় পতঙ্গ দু হাতে তুলে ধরে আছেন।

শহরটির ওয়েবসাইটে দাবি করা হয় এটিই হচ্ছে পৃথিবীর একমাত্র মনুমেন্ট – যার বিষয় ক্ষেতের ফসল খায় এমন পোকামাকড়।

Related Posts

Leave a Reply