May 2, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular সফর

যেখানে বছরের ৬ মাসই ছুটি!

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :
বছরের ছ’মাসই ছুটি এ কথা বিশ্বাসযোগ্য মনে না হলেও খাতায় কলমে তাই মিলেছে।  কর্মীদের জন্য এমন সাধের চাকরির ডালি সাজিয়ে রেখেছিল  তৎকালীন অখিলেশ সিং যাদবের নেতৃত্বাধীন ভারতের উত্তরপ্রদেশ সরকার।

খাতায় কলমে খতিয়ে দেখলে দেখা যাবে, সে বছর মাত্র ছ’মাস কাজ করেন সে রাজ্যের সরকারি কর্মীরা। এরই মধ্যে আবার তিনদিন ছুটি বাড়ানোর কথা ঘোষণা করেন সমাজবাদী পার্টির সরকার।

পরের বছর ছিল বিধানসভা নির্বাচন। তারই মধ্যে প্রাক্তন প্রধানমন্ত্রী চরণ সিং, চন্দ্রশেখর ও বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পুরী ঠাকুরের জন্মদিন পালনে আরো তিনদিন ছুটি ঘোষিত করা হয় উত্তরপ্রদেশে। এর ফলে সেখানে সাধারণের জন্য ছুটির দিনের সংখ্যা দাঁড়ায়  বছরে ৩৮টি।

এ সংখ্যাটাই মধ্যপ্রদেশ, তামিলনাড়ুসহ অন্যান্য রাজ্যের ক্ষেত্রে ২৫।  এছাড়া একটু খুঁটিয়ে লক্ষ্য করলে দেখা যাবে, প্রতিসপ্তাহে দু’দিন, রাজ্যস্তরের কর্মীদের জন্য তিনদিন ও দু’দিনের অপশনাল ছুটি মেলালে বেশির ভাগ সরকারি কর্মীই বছরে ছ’মাস ছুটি উপভোগ করেন।

ছুটির রাজনীতির বিরোধিতা করে জনৈক অমিতাভ ঠাকুর হাইকোর্টে একটি পিটিশন দাখিল করেন। ছুটির সংখ্যা কমানোর পাশাপাশি পিটিশনে আর্জি জানানো হয়, যাতে প্রত্যেক রাজনৈতিক ব্যক্তিত্বের স্মরণে ছুটি ধার্য করা না হয়।

Related Posts

Leave a Reply