May 2, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

আই ফোন কিনতে কয়েন বোঝাই বাথটাব নিয়ে দোকানে হাজির যুবক !

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

ক দল যুবক একটি বাথটাব ভর্তি কয়েন নিয়ে এসেছেন লেটেস্ট একটি আই ফোন কিনতে৷ এই দৃশ্য দেখে শপিং মলে আসা অন্য ক্রেতারা হতবাক৷ অনেকেই এই ঘটনার সাক্ষী থাকতে মোবাইলে ভিডিও রেকর্ড বটন প্রেস করতে ভোলেননি৷ রাশিয়ান ব্লগার ভিয়াতোস্লাভ কোভালেকো এই অদ্ভুত কাণ্ডটি ঘটিয়েছেন৷ সাতজনের ঘাড়ে চাপিয়ে ৩৫০ কিলোগ্রামের বাথটাবটি নিয়ে এসেছিলেন মস্কো শপিং মলে৷ তাতে ভরা ছিলো কমপক্ষে ১,৩০০ ইউরোর রাশিয়ান রুবেল৷ যা বাজারে নতুন আসা আইফোনের লেটেস্ট মডেল iPhone XS কিনতে যথেষ্ট৷

ভিডিও রেকর্ডিং করা সেই দৃশ্য ছড়াতেও সময় লাগেনি৷ অনলাইনে পোস্ট করা সেই ফুটেজে দেখা যায় ওই যুবকরা গাড়িতে করে নিয়ে আসেন বাথটাবটি৷ সেখান থেক তারা সেটি মাথায় করে শপিং মলের এক প্রান্ত থেকে কমার্শিয়াল এলাকায় এসে পৌঁছায়৷ তা দেখে শপিং মলে থাকা বাকি ক্রেতারা হতচকিত হয়ে যান৷ যদিও প্রথমে তাদের নিরাপত্তারক্ষীরা আটকায়৷ তবে শেষ পর্যন্ত তাঁরা তাঁদের নির্দিষ্ট দোকানে পৌঁছে যান৷ যেখানে তাঁদের সেই পয়সা গুনতে প্রায় দু’ঘণ্টা সময় লাগে৷

ওই দোকানের পাবলিক রিলেশন ম্যানেজার লুডমিলা সেমুশিনা জানিয়েছেন, “আমি আমাদের দোকান থেকে একটি ফোন কল পাই৷ ফোনে বলা হয় কোনও এক ব্লগার এসেছেন এবং সঙ্গে নিয়ে এসেছেন তাঁর বাথটাবটি৷ তাতে কয়েন ভর্তি করা রয়েছে৷” তিনি বলেন, “আমি ভেবেছিলাম তিনি মশকরা করছেন৷ কিন্তু তাঁরা যেটা বলছেন সেটা প্রমাণ করতে একটি ছবিও পাঠান আমাকে৷ কিন্তু সেই ব্লগার বলেননি তাঁরা কারা৷” তিনি আরও জানান “তাঁরা একটি কোম্পানি থেকে এসেছিলেন ও তাঁদের কাছে ক্যামেরাও ছিল৷ আমার মনে হয় কেউ কয়েন ভর্তি বাথটাব এনে বিষয়টি কেমন মজাদার হয় সেটাই ফিল্মে বন্দি করতে চেয়েছিলেন৷”

পাবলিক রিলেশন অফিসার আরও জানান “আমরা বলতে পারিনা এটা আমাদের কাছে খুব স্বাভাবিক ঘটনা৷ কারণ ক্রেতারা কেউ এমন কয়েন ভর্তি করে প্রতিদিন আমাদের দোকানে আসেন না৷” তিনি জানান “আমাদের কাছে এই রকমই আরেকটি কেস এসেছিল দু’বছর আগে৷ একটি ছেলে একটি আইফোন কিনতে বয়াম ভর্তি কয়েন নিয়ে এসেছিল৷ কিন্তু সেই সময় আইফোনের দাম কম ছিল এবং তার কাছে কম কয়েন ছিল৷ আমরা তার সেই কয়েনগুলি গ্রহণও করি৷”

 

Related Posts

Leave a Reply