April 27, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular শারীরিক

এক হেলমেট একাধিক জন, ভুগতে হবে এভাবে 

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস : 
অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং চালু হওয়ার পর রাজধানীতে বেড়েছে মোটরবাইক ব্যবহারকারীদের সংখ্যা। এতে যাতায়াত ব্যবস্থা আগের চেয়ে সহজ হয়েছে বলে অনেকেরই মত। তবে একই হেলমেট একাধিক জন ব্যবহার করার ফলে স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে।

বিশেষজ্ঞরা বলছেন, একই হেলমেট একাধিক জন ব্যবহার করলে ফাঙ্গাল ইনফেকশনস, খুশকি, চর্মরোগের মতো সমস্যা সংক্রমিত হতে পারে। হেলমেট পরলে মাথা, কান ঢাকা থাকার কারণে আমাদের শরীরের এই অংশ খুব সহজেই ঘেমে যায়। সেই ঘামে ভেজা হেলমেট যখন অন্য কেউ পরেন তখন খুব সহজেই জীবাণুরা সংক্রমিত হয়। এতে করে অন্যজনের শরীরের অসুখ বাসা বাঁধতে পারে আপনার শরীরেও।

ফাঙ্গাল ইনফেকশন, উঁকুন, ব্যাকটেরিয়া ইত্যাদি হেলমেটের মাধ্যমে খুব সহজেই অন্যজনের মাথায় চলে যেতে পারে। তাই সাবধান হতে হবে এখনই।

সবসময় যদি আলাদা হেলমেট বহন করা সম্ভব না হয় তবে অন্যজনের ব্যবহৃত হেলমেট পরার আগে মাথায় পাতলা রুমাল জাতীয় কোনো কাপড় দিয়ে ঢেকে নিতে পারেন। এতে আপনি সংক্রমণের ঝুঁকি অনেকটাই এড়াতে পারবেন।

Related Posts

Leave a Reply