May 2, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular সফর

জানেন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পর্যটক আকর্ষণকারী দেশ কোনটি ?

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

ঘুরে বেড়ানোটা অনেকের কাছেই নেশা। ভ্রমণপ্রিয় মানুষরা দেশের গন্ডি পার হয়ে ঘুরতে যান বিশ্বের বিভিন্ন দেশে। আধুনিক যুগে যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় দেশের বাইরে ঘুরতে যাওয়া মানুষের পরিমাণ বেড়েছে বহু গুণ।

এমন অনেক দেশ আছে, যাদের আয়ের প্রধান উৎস পর্যটন। যে কারণে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পর্যটকদের আকর্ষণের চেষ্টা করে তারা। পর্যটকরাও নানা সুবিধা পেয়ে ছুটে যায় সেই সব দেশে। আপনি জানেন কি, বিশ্বের সবচেয়ে বেশি পর্যটক কোন দেশে যায়? সমীক্ষা বলছে, বিশ্বের সবচেয়ে বেশি পর্যটক আকর্ষণকারী দেশ হংকং। ২০১৭ সালে দেশটিতে ২৭ কোটি ৮ লাখ ৮০ হাজার ৩০০ পর্যটক বেড়াতে গিয়েছেন।

এই তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে থাইল্যান্ড (ব্যাংকক)। এখানে ২০১৭ সালে পর্যটক এসেছেন ২২ কোটি ৪ লাখ ৫৩ হাজার ৯০০ জন। পূর্বাভাস বলছে, ২০১৮ সালে এই সংখ্যাটি ২৩ কোটি ৬ লাখ ৮৮ হাজার ৮০০ জনে পৌঁছাবে। সবচেয়ে বেশি পর্যটন আকর্ষণকারী দেশের তালিকায় তৃতীয় অবস্থানে আছে ইংল্যান্ড (লন্ডন)। ২০১৭ সালে এখানে ১৯ কোটি ৮ লাখ ২৭ হাজার ৮০০ পর্যটক আসেন। পরিসংখ্যান বলছে, ২০১৮ সালে এ সংখ্যাটি হবে ২০ কোটি ৭ লাখ ১৫ হাজার ৯০০ জন।

 

Related Posts

Leave a Reply