May 5, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি রোজনামচা

সাপ পাচারের এমন পদ্ধতি অবাক করলো দুঁদে পুলিশদেরও

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস : 

যুবকের প্যান্টের মধ্যে অস্বাভাবিক ফোলা দেখে অনেকক্ষণ ধরেই সন্দেহ হচ্ছিল পুলিশের। কাছে গিয়ে জিজ্ঞাসাবাদ করতেই চক্ষু চড়কগাছ হয়ে গেল তাদের। কেননা, সাপ পাচারের এমন অভিনব পদ্ধতি আগে কখনো সামনে আসেনি।

খবর অনুযায়ী, ঘটনাটি বার্লিন বিমানবন্দরের। ইসরায়েলগামী একটি বিমান ধরার জন্য এক যুবক অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল। রুটিন তল্লাশির সময়ে নিরাপত্তারক্ষীরা লক্ষ্য করেন ওই যুবকের প্যান্টের বেশ কিছুটা অংশ ফোলা রয়েছে এবং ভিতর থেকে শব্দ আসছে। এরপরই ওই যুবকের তল্লাশি করে পুলিশ। তখনই চোখ কপালে উঠে যায় পুলিশের। তল্লাশির সময়ে ওই যুবকের প্যান্টের ভিতর থেকে ৪০ সেমি দীর্ঘ একটি অজগর উদ্ধার হয়। প্যান্টের ভিতরে পায়ের সঙ্গে ছোট একটি ব্যাগ আটকে রেখেছিল ওই যুবক। সেই ব্যাগের ভিতরেই সাপটিকে রাখা ছিল। সাপটিকে উদ্ধার করেছে পুলিশ। ইতিমধ্যে ওই যুবককে গ্রেফতার করা হয়েছে। ঘটনার পিছনের আন্তর্জাতিক সাপ পাচারচক্রের চাঁই জড়িত থাকতে পারে বলে অনুমান পুলিশের।

Related Posts

Leave a Reply