May 8, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

আলোচনার টেবিলে ভারত পাকিস্তান !

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

সীমান্তে তুমুল উত্তেজনার মধ্যে অবশেষে আলোচনার টেবিলে বসতে চলেছে ভারত ও পাকিস্তান। কর্তারপুর করিডোর ইস্যুতে আগামী ১৪ মার্চ ওয়াগা-আটারি সীমান্তে দুই দেশের কর্মকর্তারা বৈঠকে বসবেন বলে জানা গেছে। তবে আলোচ্যসূচিতে কোনো অবস্থাতেই থাকছে না কাশ্মীর ইস্যু। এরমধ্যেই পাকিস্তানের বালাকোটে ভারতের হামলা চালানো জায়গার স্যাটেলাইট চিত্রে, বিস্ফোরণের স্পষ্ট চিহ্ন রয়েছে বলে দাবি করেছেন ভারতীয় বিশেষজ্ঞরা।

এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, দুদিন আটক রাখার পর পাইলট অভিনন্দকে কিভাবে মুক্তি দেওয়া হলো তা আর পুনরাবৃত্তি করতে চাই না। সারা পৃথিবী জানে আমাদের কূটনৈতিক তৎপরতার কথা। শ্রীলঙ্কায় আটক মৃত্যুদণ্ডপ্রাপ্ত মৎসজীবীদের ছাড়িয়ে আনা হয়েছে। আমাদের তৎপরতার কারণে সৌদি আরব প্রায় ৮৫০ ভারতীয় বন্দিকে মুক্তি দিতে রাজি হয়েছে।

প্রতিরক্ষা বিশ্লেষক এয়ার কমান্ডার পি দীক্ষিত বলেন, ভারতের বিমান বাহিনী অতীতের সব রেকর্ড ভেঙে পাকিস্তানের ভেতরে ঢুকে জঙ্গি ঘাঁটিতে হামলা চালিয়েছে। স্যাটেলাইট চিত্রে তার স্পষ্ট চিহ্ন রয়েছে। ছাদের ওপর বেশকিছু দাগ রয়েছে। তাঁবুগুলোও অদৃশ্য। এরই মধ্যে ওয়াগা-আটারি সীমান্তবর্তী এলাকায় করতাপুর করিডোর নিয়ে বৈঠক করবেন দুই দেশের কর্মকর্তারা।

পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি বলেন, ভারতের সঙ্গে আলোচনার বিষয়ে সিদ্ধান্ত নিতে হাইকমিশনার সোহাইল মাহমুদ এবং সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা হয়েছে। দিন দুয়েকের মধ্যেই আমাদের রাষ্ট্রদূত নয়াদিল্লী ফিরে যাবেন। এরপরই দুই দেশের বৈঠকের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। ভারত এবং পাকিস্তানের মধ্যকার উত্তেজনা কমাতে সাহায্য করায় আমেরিকাসহ মিত্র দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পাক পররাষ্ট্রমন্ত্রী।

 

Related Posts

Leave a Reply