May 1, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular Uncategorized ব্যবসা ও প্রযুক্তি

পাবেন ৯ কোটি ২ লাখ, চাই নাকি এমন চাকরি?

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

ছরে আপনার বেতন কত? ১০ থেকে ২০ লাখ। আপনার উর্ধতন অফিসার কত পায়? ৪০ থেকে ৬০ লাখ। আপনার জানা মতে সর্বোচ্চ বেতন কত শুনেছেন? ধরুন বছরে দেড় থেকে দুই কোটি। ও আচ্ছা। কিন্তু কখনো কি শুনেছেন, ৯ কোটি ২ লাখ ১৭ হাজার ২৫২ টাকা বেতন? কি, চমকে গেলেন?

আরে দাঁড়ান দাঁড়ান। চমকাবার কিছু নেই। এটাই সত্য। বর্তমানে বিশ্বের মধ্যে এটাই সর্বোচ্চ বেতন। ৯ কোটি ২ লাখ ১৭ হাজার ২৫২ টাকা বছরে আয় করেন! গ্লাসডোর বলছে ‘ডেটা সায়েন্টিস্ট’-এর চাকরিই সেরা। ২০১২-তে হার্ভার্ড বিজনেস রিভিউ এই চাকরিকেই বলেছিল বিশ্বের সবচেয়ে ‘উত্তেজনাকর’ চাকরি।

গ্লাসডোর-এর বক্তব্য গড়ে এক বছরে একজন ডেটা সায়েন্টিস্ট আয় করেন ১১৬,৮৪০ ডলার তথা বাংলাদেশি টাকায় ৯ কোটি ২ লাখ ১৭ হাজার ২৫২ টাকা মাসিক বেতন!

বিভিন্ন বড় বড় কোম্পানির ডেটা সায়েন্টিস্টদের বার্ষিক গড় আয়ের তালিকাও প্রকাশ করেছে গ্লাসডোর—এরমধ্যে,  ১। ফেসবুক: ১৩৩,৮৪১ ডলার। ২। অ্যাপল: ১৪৯,৯৬৩ ডলার। ৩। এয়ারবিএনবি: ১১৭,২২৯ ডলার। ৪। টুইটার: ১৩৪,৮৬১ ডলার। ৫। মাইক্রোসফ্‌ট: ১১৯,১২৯ ডলার। ৬। লিঙ্কেডইন: ৭। ১৩৮,৭৯৮ ডলার। আইবিএম: ১১০,৮২৩ ডলার।

Related Posts

Leave a Reply