April 29, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি

একজোড়া জুতোর দাম প্রায় ৩ কোটি !

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :

চার মিলিয়ন ডলারে ভারতীয় টাকায় হয় ২ কোটি ৭৬ লাখ,৫৪ হাজার ৬০০ টাকা। আর এই পরিমাণ টাকা দরকার হচ্ছে এক জোড়া হুতো কেনার জন্য। তার মানে বর্তমান বিশ্বের সব থেকে দামী জুতোর মূল্য ওই পরিমাণ অর্থ! অবাক করারই কথা।

জানা গেছে, বিলাসবহুল পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান বিসিওন ও ডিজাইনার ড্যান গ্যামাচে বিশ্বের সবচেয়ে দামি ওই জুতো তৈরি করেছে। এটি স্নিকারস, অর্থাৎ খেলার জুতো। গত সপ্তাহে নিউইয়র্কে জুতা জোড়া প্রদর্শণ করা হয়। নাম ‘ফায়ার মাংকি’।

সূত্র বলছে, নীল রঙের জুতার ওপরে বেশ কিছু হীরা বসানো রয়েছে। আরো রয়েছে ১৮ ক্যারেট স্বর্ণে মোড়া কয়েকটি রত্ন। যে ট্যাগটি  জুতো গায়ে ঝুলানো, সেটি খাঁটি সোনার তৈরি। আর এ কারণেই এর দাম এতো বেশি।

জুতা জোড়া শিগগিরই নিলামে বিক্রি করা হবে। সে অর্থ যাবে আমেরিকার দাতব্য সংস্থা সোলস ফর সোলসের কাছে। সংস্থাটি ২০০৬ সাল থেকে বিশ্বের একশ’র বেশি দেশে ২৬ মিলিয়ন জোড়া স্নিকারস বিলি করেছে। মূলত অসহায় মানুষ, যাদের জুতা কেনার সামর্থ্য নেই, তাদের জন্য জুতা বিতরণ করে সংস্থাটি।

Related Posts

Leave a Reply