April 29, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular সফর

বলতে পারেন বিশ্বের সবচেয়ে ছোট নামের গ্রাম?

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

কেউ দেখতে ভালবাসেন পাহাড়, আবার কেউ ঐতিহাসিক স্থাপত্য। কেউ আবার এমনিই ঘুরে বেড়িয়ে আবিষ্কার করে ফেলেন নতুন নতুন অনেক কিছু। বিচিত্র সব স্থানের কত বিচিত্র নামই না থাকে। এখানে এমন এক অপূর্ব সুন্দর গ্রামের কথা তুলে ধরা হলো যার নামটি এই পৃথিবীতে সবচেয়ে ছোট আকারের। গ্রামটির নাম ‘অ’।

সুইডেনের অস্টারগটল্যান্ড কাউন্টির এই গ্রামের নাম লেখা রয়েছে’Å’। যার উচ্চারণ ইংরেজিতে অনেকটা ‘Aw’ এর মতো। পৃথিবীর সব থেকে ছোট নামের জায়গা এটি। তবে সুইডেনে এই একই নামে আরো ১২টি জায়গা রয়েছে। কিন্তু সেগুলো হয় কোনও বাড়ি বা ফার্ম। তাই জায়গার নাম হিসেবে এই স্থানই পরিচিত।

নামের এই মাহাত্ম্যই স্থানটিকে পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয় করে তুলেছে। শব্দটির অর্থ ছোট নদী। গ্রামটির জনসংখ্যা সবমিলিয়ে ২০০। সেভাবে দেখার কিছু না থাকলেও, নেহাত ছবি তোলার নেশায় ‘অ’-এ পৌঁছে যাচ্ছেন ভ্রমণপিপাসুরা। তবে ইতিহাস বলছে, প্রস্তুর যুগেও সবুজে ঢাকা এই গ্রামের অস্তিত্ব ছিল।

প্রসঙ্গত, সুইডেনে ‘Ö’ ও ‘Y’ নামেও বেশ কয়েকটি জায়গা রয়েছে। সেভাবে দেখতে গেলে, সুইডেনেই রয়েছে সব থেকে ছোট নামের জায়গা।

Related Posts

Leave a Reply