May 4, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

ট্রাম্প প্রতিদিন গড়ে ৬টি মিথ্যে বলে বিশ্বকে বিভ্রান্ত করেন!

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস : 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভ্রান্তিকর দাবি ও অসত্য তথ্য দিয়ে প্রায়ই সংবাদ শিরোনামে থাকেন৷ অরে স্টেই প্রমাণিত করল ভারত নিয়ে সাম্প্রতিক বলা তার মিথ্যে। এর সঙ্গেই সামনে এসেছে চাঞ্চল্যকর প্রতিবেদন ৷ প্রতিবেদনটি বলছে, মিথ্যা কথা বলা ট্রাম্পের স্বভাব৷ প্রতিদিন গড়ে ৬টি বিভ্রান্তিকর কথা বলেন তিনি ৷ গত ২ বছরে কতবার মিথ্যে দাবি করেছেন তা জানলে চোখ কপালে উঠবে অনেকেরই।

পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানের তিনদিনের আমেরিকা সফরের প্রথম দিনেই মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক হয় ৷ সোমবার সেই বৈঠকে কাশ্মীর সমস্যা নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে মধ্যস্থতা করতে আগ্রহী বলে জানান ট্রাম্প ৷

ট্রাম্পের দাবি ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই এ বিষয় তাঁকে কয়েক সপ্তাহ আগে মধ্যস্থতার জন্য অনুরোধ জানিয়েছেন ৷ যদিও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তরফে মার্কিন প্রেসিডেন্টের সে দাবি উড়িয়ে দিতেই ট্রাম্পও নিজের বলা কথা থেকে ঘুরে যান ৩৬০ ডিগ্রি।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট-এ জানুয়ারি মাসে রিপোর্টটি প্রকাশিত হয়েছে ৷ রিপোর্টে দাবি করা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ২ বছরে মোট ৮,১৫৮ বার মিথ্যা কথা বলেছেন ৷

ওয়াশিংটন পোস্ট- এর এই রিপোর্টে দাবি করা হয়েছে, ট্রাম্প রাষ্ট্রপতি হওয়ার পর প্রথম বছরই প্রতিদিন গড়ে ৬টি বিভ্রান্তিকর দাবি করতেন ৷ রাষ্ট্রপতিত্বের দ্বিতীয় বছর আসতেই সেই পরিসংখ্যান লাফিয়ে তিন গুণ বেড়ে যায় ৷ রিপোর্টের তথ্য বলছে, দ্বিতীয় বছরে প্রতিদিন ট্রাম্প গড়ে ১৭টা করে মিথ্যা কথা বলেছেন তিনি।

প্রেসিডেন্ট ট্রাম্পের বিভ্রান্তিকর বেশ কিছু দাবির নমুনা মেলে তাঁর টুইটার বার্তাগুলোতেও ৷ কখনও তিনি টুইটে নাসাকে ধমকে বলেছেন, চাঁদ মঙ্গলেরই অংশ৷ কখনও বলেছেন কিডনির একটি বিশেষ জায়গা রয়েছে হার্টে ৷

Related Posts

Leave a Reply