May 4, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

  অবিচ্ছেদ্য কাশ্মীর ভারতেরই অংশ: মান্যতা দিলো ইউরোপীয় ইউনিয়ন

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

কাশ্মীর নিয়ে ভারতের অবস্থানকে সমর্থন করে পাকিস্তানকে কার্যত তুলোধোনা করল ইউরোপীয় ইউনিয়ন। একই সঙ্গে তারা জানিয়ে দিলো, অবিচ্ছেদ্য কাশ্মীর ভারতেরই অংশ। যার কিছুটা অংশ জোর করে আটকে রেখেছে পাকিস্তান। এই ঘটনায় বিশ্বের দরবারে যথেষ্ট শক্তিশালী হলো ভারত। একই সঙ্গে সন্ত্রাসবাদ নিয়ে আন্তর্জাতিক দরবারে আরও একটু কোণঠাসা হল পাকিস্তান।

মঙ্গলবার কাশ্মীর প্রসঙ্গ উঠে আসে ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টে। ইউরোপীয় কনজার্ভেটিভ গ্রুপের সদস্য জিওফ্রি ফন ওডেন বলেন, ইসলামাবাদ বেআইনিভাবে কাশ্মীরের একটা অংশ দখল করে রেখেছে। কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য ও অনিন্দ্যসুন্দর একটি রাজ্য। কিন্তু গত সাত দশক ধরে সেখানে অস্থিরতা জিইয়ে রাখা হয়েছে।’

ইউরোপীয় ইউনিয়নের তরফে পোল্যান্ডের সদস্য রিজার্ড কারনেকি বলেছেন, ভারত বিশ্বের সব চেয়ে বড় গণতান্ত্রিক দেশ। তাই ভারতের জম্মু-কাশ্মীরে বারবার যে জঙ্গি হামলা হচ্ছে, সে দিকে সারা বিশ্বের নজর ফেরানো প্রয়োজন। এই জঙ্গিরা তো আর চাঁদ থেকে নেমে আসেনি। পাশের দেশ থেকেই এসেছে। ফলে আমাদের ভারতকে সমর্থন করা প্রয়োজন।

Related Posts

Leave a Reply