April 28, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

বকুনির ভয়ে ৪ বছর ধরে দরজায় খিল ভাই বোনের, তারপর যা ঘটলো

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :

ন নেই পড়াশোনায়। তাই চার বছর ধরে স্বেচ্ছা গৃহবন্দি দিদি। দেখাদেখি বছর খানেক ঘরে লুকিয়েছে ছোট ভাইও। চাঞ্চল্যকর এই ঘটনা হরিদ্বারের। দীর্ঘদিন ধরে ভাই-বোনকে দেখতে না পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। পুলিশ এসে দু’জনকে উদ্ধার করে।

পুলিশ সুপার মমতা ভোরার দাবি, নিজেদের ঘরবন্দি রেখেও নিয়মিত বাবা-মায়ের সঙ্গে যোগাযোগ রাখত তাঁরা। চিরকুটে লিখে নিজেদের প্রয়োজনের কথা জানান হত। খাবার-দাওয়ার থেকে ল্যাপটপ সবেরই যোগান দিতেন বাবা-মা। ছেলে-মেয়ের পাশাপাশি তাঁদের বাবা-মায়েরও কাউন্সেলিং করা হবে বলে জানিয়েছে পুলিশ।

জানা গিয়েছে, মেয়েটির বয়স ১৮ ৷ ৪বছর আগে দশম শ্রেণির পরীক্ষায় ভালো ফল না করায় বকাবকি করেন তার বাবা মা ৷ এরপর নিজেকে একটি ঘরে বন্ধ করে নেন ওই তরুণী ৷ একই ভাবে ২০১৬ সালে তার ভাই নিজেকে অন্য একটি ঘরে বন্ধ করে নেয় নিজেকে ৷

প্রতিবেশীরা স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছে ৷ অনেক বাড়ির দুই ছেলে মেয়েকে দেখতে না পেয়ে তাদের সন্দেহ হয় ৷ এরপরই থানায় অভিযোগ দায়ের করেন তারা ৷

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চমকে যায় ৷ দুটি ঘরই ভিতর থেকে বন্ধ ছিল ৷ বেশ কিছুক্ষণ দুটি বাচ্চার বাইরে থেকে কাউন্সেলিং করার পর তারা দরজা খুলতে রাজি হয় ৷

ঘটনার পিছনের সত্যি নিয়ে ধোঁয়াশা রয়েই যাচ্ছে ৷ পরিবারের সকলের কাউন্সেলিং করা হচ্চে ৷ জিজ্ঞাসাবাদের সময় মেয়েটি জানায় যে বাবা মায়ের বকাবকি থেকে মুক্তি পেতে এই পথ বেছে নিয়ে নিয়েছে তারা ৷

Related Posts

Leave a Reply