May 6, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

করোনায় আক্রান্ত পাইলট: উজবেকিস্তানের আকাশ থেকে ফিরে এলো ভারতীয় বিমান  

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

রোনায় আক্রান্ত পাইলট। উজবেকিস্তানের আকাশ থেকে ফিরে এলো ভারতীয় বিমান।এয়ার ইন্ডিয়ার দিল্লি-মস্কো ফ্লাইটে আজ শনিবার দুপুর সাড়ে ১২ টা নাগাদ বিমানটি দিল্লি ফিরে আসতে বাধ্য হয়। বিমানটি মাঝ আকাশে থাকাকালীন বিমান চালকের করোনায় আক্রান্ত হওয়ার খবর এসে পৌঁছয় দিল্লি বিমানবন্দরে।

জানা গেছে, ওই এ৩২০ বিমানটিতে কোনো যাত্রী ছিল না। বন্দে ভারত মিশনের অংশ হিসেবে মস্কোতে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনতে রওনা দিয়েছিলো বিমানটি। উজবেকিস্তানের ওপর দিয়ে যাওয়ার সময়েই খবর পাওয়া যায় বিমানের পাইলটদের মধ্যে একজন কোভিড পজিটিভ। তৎক্ষণাৎ ফিরে আসার নির্দেশ দেওয়া হয় বিমানটিকে।

ওই ফ্লাইটের সমস্ত কর্মীদের কোয়ারেন্টিনে রাখা হয়েছে। মস্কো থেকে প্রবাসী ভারতীয়দের ফিরিয়ে আনতে বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করেছে বিমানমন্ত্রক। প্রসঙ্গত বিভিন্ন দেশে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনতে বিশ্বের সবচেয়ে বড় অভিযানে নেমেছে কেন্দ্রীয় সরকার।

Related Posts

Leave a Reply