April 28, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি

হলফ করে বলতে পারি হোয়াটসঅ্যাপের এই ফাংশনগুলির আপনি এখনো জানেন না !

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :

র্তমানে বাজারে স্মার্টফোনের ছড়াছড়ি। আর এই ফোনের কারণে সবার মাঝে যোগাযোগ ব্যবস্থার অনেক উন্নতি হয়েছে। বলতে পারেন এই ফোনের মাঝে কিছু অ্যাপ ডাউনলোড করার কারণে। আর সেই অ্যাপটি হলো হোয়াটসঅ্যাপে। “Whats Up?” একবার ডাউনলোড করে নিলেই কেল্লা ফতে। তারপর মাঝেসাঝে শুধু একটু আপডেট করা। সারাদিন এরপর চলবে গল্প.. গল্প..আর গল্প। কিন্তু, জানেন কি, হোয়াটসঅ্যাপের এমন কিছু ফাংশন আছে, যা আপনি এতদিন ঘুণাক্ষরেও টের পাননি। তাহলে এবার জেনে নেয়া যাক কী সেইসব ফাংশন?

১) আপনি আর আপনার বন্ধু একে অপরকে কত মেসেজ পাঠিয়েছেন জেনে যাবেন সেটিংস থেকে। সেটিংস> অ্যাকাউন্ট> নেটওয়ার্ক ইউসেজ।

২) ইমেল করতে পারেন আপনার কনভারসেশন। চ্যাট ওপেন করে অপশন কি> মোর> ইমেল কনভারসেশন।

৩) বিরক্তিকর গ্রুপকে মিউট করে দিতে পারেন। অপশন কি-তে পেয়ে যাবেন মিউট অপশন। এবার বেছে নিন কতক্ষণের জন্য আপনি মিউট করতে চান।

৪) লুকিয়ে রাখতে পারেন আপনার ‘লাস্ট সিন’ টাইম। সেটিংস> অ্যাকাউন্ট> প্রাইভেসি> লাস্ট সিন।

৫) ঠিক করে দিতে পারেন কারা আপনার প্রোফাইল ফোটো ও স্ট্যাটাস দেখতে পাবেন আর কারা দেখতে পাবেন না। ফোটো লুকিয়ে রাখার ক্ষেত্রে সেটিংস> অ্যাকাউন্ট> প্রাইভেসি> প্রোফাইল ফোটো-তে গিয়ে বেছে নিন এভরিওয়ান, নো বডি বা মাই কনট্যাক্টস। স্ট্যাটাসের ক্ষেত্রেও ঠিক একইরকম।

Related Posts

Leave a Reply