April 30, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

‘দেখবেন পরীক্ষা নেই করোনা রোগীও নেই’ : ট্রাম্প

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

রোনায় বিশ্বের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা মার্কিন যুক্তরাষ্ট্রে। ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় ব্যর্থ হয়ে একের পর এক বেসামাল মন্তব্য করে বিতর্কের জন্ম দিচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তিনি বলেছেন, ‘করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা বেশি হচ্ছে বলেই আমেরিকার বিভিন্ন রাজ্যে সংক্রমণ বেড়ে যাচ্ছে। পরীক্ষা বন্ধ করলেই সংক্রমণ কমে যাবে।’

বয়স্ক নাগরিকদের সহযোগিতা-বিষয়ক এক সভায় এসব কথা বলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে করোনাভাইরাস রোধে শরীরে জীবাণুনাশক ইনজেকশন নেওয়ার পরামর্শ দিয়ে বিতর্কের জন্ম দেন মার্কিন প্রেসিডেন্ট।

সভায় ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘যদি আপনি পরীক্ষা করা বন্ধ করে দেন তাহলে কোনো করোনা রোগীই পাবেন না। যদি আমরা এই মুহূর্তে করোনা টেস্ট করা বন্ধ করে দি তাহলে আমরা খুব কমই করোনা রোগী পাব।’

সকালে দেওয়া এক টুইটবার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ‘অন্য দেশের চেয়ে আমাদের দেশে করোনার পরীক্ষা ব্যাপক আকারে এবং উন্নত পদ্ধতিতে হচ্ছে (আমরা করোনা পরীক্ষার কাজটি খুব ভালোভাবে করেছি)। এ কারণেই অনেক বেশি সংক্রমণ দেখা যাচ্ছে। পরীক্ষা না হলে বা দুর্বল পদ্ধতিতে পরীক্ষা হলে দেখা যেত, এই দেশে করোনা সংক্রমিত কোনো রোগীই প্রায় নেই।’

তিনি আরো বলেন, ‘করোনার পরীক্ষা হলো দুদিকে ধার দেওয়া একটা তরবারি-(একদিকে) এটা আমাদের খারাপ অবস্থাকে প্রকাশ্য করছে; অন্যদিকে, এটা একটি ভালো কাজ।’

আমেরিকায় এ পর্যন্ত ২২ লাখের কাছাকাছি মানুষ আক্রান্ত হয়েছেন করোনায়। মারা গেছেন এক লাখ ১৮ হাজারের বেশি। প্রথমদিকে নিউইয়র্ক সবচেয়ে বেশি সংক্রমিত হলেও বর্তমানে আরকানসাস, টেক্সাস, অ্যারিজোনা, অ্যালাবামা, ওকলাহোমা, ফ্লোরিডাসহ অন্তত ২০টি রাজ্যে প্রতিদিনই সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। তারপরও ট্রাম্প প্রশাসনের দাবি, সবকিছু স্বাভাবিক আছে।

Related Posts

Leave a Reply