May 4, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

করোনায় আক্রান্ত অমিত শাহ, আতঙ্কে ‘অসুস্থ’ এই নেতারা 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

রোনায় আক্রান্ত হয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ রবিবার চিকিৎসকের পরামর্শে তাঁকে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ এতেই সংক্রমণের আতঙ্ক পেয়ে বসেছে পশ্চিমবঙ্গ বিজেপিতে। কারণ, সম্প্রতি একাধিক সংসদ সদস্য ও মন্ত্রী দেখা করেছিলেন অমিত শাহর সঙ্গে।

জানা গেছে, অমিত শাহর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ জানার পর থেকেই হোম কোয়ারেন্টিনে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়, কুচবিহারের সংসদ সদস্য নিশীথ প্রামাণিক, বিষ্ণুপুরের সংসদ সদস্য সৌমিত্র খাঁ ও সংসদ সদস্য জগন্নাথ সরকার। তবে আপাতত কারো শরীরে কোনো উপসর্গ নেই বলেই জানা গেছে। মঙ্গলবার পর্যন্ত কোনো রকম উপসর্গ দেখা দেয় কি না, তা দেখে করোনা পরীক্ষা করাবেন বাবুল সুপ্রিয়।

উল্লেখ্য, সম্প্রতি অমিত শাহর সঙ্গে বৈঠক করেছিলেন বাবুল সুপ্রিয়, জগন্নাথ সরকারসহ একাধিক মন্ত্রী ও সংসদ সদস্য। শুক্রবার রাজ্যে বিজেপি কর্মীদের মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন কুচবিহার ও বিষ্ণুপুরের সংসদ সদস্য। ফলে তাঁদের সংক্রমিত হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে।

Related Posts

Leave a Reply