April 28, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

দুই মহিলার জন্য সাগরে ঝাঁপ প্রেসিডেন্টের!

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :

র্তুগালের জনপ্রিয় পর্যটন কেন্দ্র আলগার্ভ সৈকতের অদূরে ছোট নৌকায় ঘুরে বেড়ানোর সময় দুর্ঘটনার কবলে পড়েন দুই মহিলা । হঠাৎ করে তা নজরে পড়ে সেখানে ছুটি কাটাতে যাওয়া প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো ডি সুসার। আর মুহূর্তেই সাগরে ঝাঁপিয়ে পড়ে ওই দুই মহিলার জীবন বাঁচান ৭১ বছর বয়সী প্রেসিডেন্ট!

পর্তুগালের প্রেসিডেন্টের এই উদ্ধার তৎপরতার দৃশ্য ধরা পড়ে বিভিন্ন সংবাদমাধ্যমের ক্যামেরায়।

পর্যটনের ওপর প্রবলভাবে নির্ভরশীল পর্তুগালের অর্থনীতি। করোনাভাইরাসের মহামারির মধ্যে পর্যটন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। সেকারণে আলগার্ভ সৈকতে পর্যটকদের আকৃষ্ট করতে সেখানে ছুটি কাটাতে গেছেন প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো ডি সুসা। সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপ শেষ করার কিছুক্ষণের মধ্যেই সৈকতের অদূরে দুই মহিলাকে ডুবে যেতে দেখতে পান। মুহূর্তেই ঝাঁপিয়ে পড়ে তাদের উদ্ধার করেন প্রেসিডেন্ট।

ওই দুই মহিলাকে উদ্ধার তৎপরতার যে ভিডিও ছড়িয়ে পড়েছে তাতে দেখা গেছে, প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো ডি সুসা যখন সাঁতার কেটে তাদের দিকে এগিয়ে যাচ্ছেন ততক্ষণে ঘটনাস্থলে পৌঁছে গেছেন অপর এক ব্যক্তি। কিছুক্ষণের মধ্যেই জেট স্কি নিয়ে পৌঁছান অপর এক ব্যক্তি। পরে সেই ব্যক্তিই ছোট নৌকাটিকে তীরে ঠেলে এগিয়ে দেন।

উদ্ধারে অংশ নেওয়ার পর পর্তুগালের প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো ডি সুসা সাংবাদিকদের বলেন, ‘পশ্চিমমুখী তীব্র স্রোত থাকায় তারা ছিটকে পড়েন, উল্টে গিয়ে প্রচুর জল গিলে ফেলেন আর তারা না পারছিল ছোট নৌকাটি (কায়াক) ফের সোজা করতে, না পারছিল তাতে চড়ে বসতে।’ ভবিষ্যতে সতর্ক থাকতে ওই নারীদের পরামর্শ দেন তিনি।

Related Posts

Leave a Reply