April 29, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular শারীরিক

রোজ এই ১০টা ভুল আপনি করে চলেছেন, যাতে মৃত্যু পর্যন্ত হতে পারে?

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

-বসার বিশেষ ভঙ্গি রয়েছে। ঠিক যেভাবে বসলে আপনি সুস্থ থাকবেন, সর্বদা সেই ভাবে বসুন। কায়দা করে বসলে নিঃসন্দেহে দেখতে ভাল লাগে। কিন্তু আগে তো সুস্থতা! তার পরে ফ্যাশন।

২-খাওয়ার সময়ে তাড়াহুড়ো করেন? বিশেষ করে অফিসে বা স্কুল-কলেজে বেরনোর আগে? শ্বাসনালিতে খাবার ঢুকলে মৃত্যু পর্যন্ত হতে পারে।

৩-রোজ কম্পিউটার ব্যবহার করেন। জেনে নিন, আপনার কি-বোর্ডে যে পরিমাণ জীবাণু রয়েছে, তা আপনার বাথরুমেও নেই!

৪-ছুরি ব্যবহার করেন? একটু সতর্ক না হলে কী বিপদ হতে পারে, তা নিশ্চয়ই আলাদা করে বুঝিয়ে দিতে হবে না।

৫- স্রেফ ব্রাশে পেস্ট লাগিয়ে দাঁতে ঘষলেই দাঁত মাজা হয় না। ব্রাশ কি টয়লেটে রাখেন? টয়লেটেই ব্রাশ করেন? কল্পনা করতে পারবেন না, কত প্রকারের জীবাণু ঘোরাফেরা করছে। আপনি ডেকে আনছেন আপনার বিপদ।

৬-নিঃশ্বাস তো নিয়েই থাকেন। কিন্তু ফুসফুস ভরে নিঃশ্বাস নেওয়া যাকে বলে, সেটা করেন কি? খেয়াল করে দেখুন, সেটা আমরা বেশিরভাগ ক্ষেত্রেই করি না। এতে কিন্তু সাংঘাতিক বিপদ হতে পারে।

৭-হাত ধোয়ার ক্ষেত্রে নিয়ম মেনে চলুন। কেননা, ঠিকভাবে হাত ধোয়া না হলে জীবাণু থেকে যায়। তা থেকে ছড়ায় নানা রোগ।

৮-যখন-তখন নিজের মতো করে ওষুধ খেয়ে নেওয়া। চিকিৎসকের পরামর্শ মেনে ওষুধ খান।

৯-বিভিন্ন সময়ে উল্টোপাল্টা কথা বলা অনেকের ক্ষেত্রে প্রায় রোজকার ভুল। এর ফলে সামাজিকভাবে কেউ ক্ষতিগ্রস্ত হতে পারেন, যা পরে মানসিক চাপে পরিণত হয়।

১০-রাস্তার ধারে ইউরিনালে বাথরুম করতেই হয়। অপরিষ্কার ইউরিনাল থেকে বিভিন্ন রোগের শি্কার হতে পারেন। মহিলাদের ক্ষেত্রে এই আশঙ্কাটা বেশি।-

Related Posts

Leave a Reply