May 5, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular ওপার বাংলা রোজনামচা

করোনা পৌঁছতে দেবে তো ফাঁসিকাঠে?

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :
রাষ্ট্রের বিরুদ্ধে ঘরটার অপরাধের আসামি তিনি।  আদালত ফাঁসির রায় দিয়েছে। কিন্তু সাজা কার্যকর হওয়ার আগে জেলের ভিতরে করোনায় আক্রান্ত হল বাংলাদেশের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-র প্রাক্তন ডিজি আব্দুর রহিম। ২১ অগস্ট গ্রেনেড হামলা মামলায় আব্দুর অন্যতম গুরুত্বপূর্ণ আসামি। ওই মামলায় তাকে মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছে আদালত। এ ছাড়া ১০ ট্রাক অস্ত্র মামলাতেও সে মৃত্যুদণ্ডপ্রাপ্ত। জেলের ভিতর আলাদা সেলে থাকত আব্দুর। তা সত্ত্বেও কী ভাবে সে করোনা-আক্রান্ত হল, তা ভাবাচ্ছে জেল কর্তৃপক্ষকে।
বাংলাদেশের গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় জেলে ছিল আব্দুর। ওই জেলের সুপার আব্দুল জলিল জানিয়েছেন, গত ২৬ জুলাই প্রথম আব্দুরের শরীরে করোনার সামান্য উপসর্গ দেখা যায়। সঙ্গে সঙ্গে তার র্যা পিড অ্যান্টিজেন টেস্ট করা হয়। তখনই ধরা পড়ে সে করোনা আক্রান্ত। এর পর কাশিমপুর কারা হাসাপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। অবস্থার অবনতি হওয়ায় গত ৩১ জুলাই তাকে শহিদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। কিন্তু অবস্থার উন্নতি হয়নি। শেষে চিকিৎসকদের পরামর্শে তাকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এবং পরে সোহরাওয়ার্দি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, আপাতত আব্দুর কোভিড ওয়ার্ডে ভর্তি। তার চিকিৎসা চলছে। তবে কী ভাবে করোনা আক্রান্ত হল, তা নিয়ে ধোঁয়াশায় জেল কর্তৃপক্ষ। কারণ, ওই সেলে একাই থাকত সে।
জানিয়ে রাখি, ২০০৪-এ শেখ হাসিনাকে হত্যা করার ষড়যন্ত্রে মুখ্য ভূমিকা ছিল এই আব্দুরের।

Related Posts

Leave a Reply