May 2, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular রোজনামচা

প্রতিশ্রুতি দিয়েই প্রতিশোধ নেওয়া শুরু তালেবানের 

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস : 
তালেবানরা কারো সঙ্গে কোনো প্রতিশোধমূলক আচরণ করবে না বলে প্রতিশ্রুতি দিয়েছিল। তবে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা বলছে, গত কদিনে তালেবান শাসনের বিরোধী এবং বিগত সরকার ও বিদেশিদের সঙ্গে কাজ করত তাদের ওপর হামলার ঘটনা ঘটেছে।

জার্মানি সংবাদমাধ্যম ডয়চে ভেলের একজন আফগান সম্পাদক জানিয়েছেন, তালেবান তার বাড়িতে তল্লাশি চালিয়ে তাকে না পেয়ে পরিবারের এক সদস্যকে হত্যা করেছে। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে প্রত্যাক্ষদর্শীরা জানিয়েছেন, গত জুলাইতে ৯ জন হাজারা নৃ-গোষ্ঠীর সদস্যকে নিষ্ঠুরভাবে হত্যা করেছে। এদের মধ্যে ছয়জনকে গুলি করে ও তিনজনকে নির্যাতন করে মেরে ফেলে তালেবান।

অ্যামনেস্টি বলছে, এমন আরো অনেক ঘটনা ঘটতে পারে যার খবরই পাওয়া যাচ্ছে না।কেননা তালেবান বিভিন্ন জায়গা দখলের পর সেখানকার মোবাইল সেবা বন্ধ করে দিয়েছে যাতে মানুষ বাইরে যোগাযোগ করতে না পারে এবং কী ঘটছে তা সম্পর্কে গোটা পৃথিবী যাতে অন্ধকারে থাকে।

এদিকে জাতিসংঘের এক গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, তালেবান সাবেক সরকারি কর্মকর্তা, যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনীর সঙ্গে কাজ করা আফগানদের বাড়ি বাড়ি তল্লাশি চালাচ্ছে।

Related Posts

Leave a Reply