May 5, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular ধর্ম

প্রতি দিনই ‘খানিকটা করে মারা যাচ্ছি’ এই সত্যিটা জানেন কি ?  

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস : 

মৃত্যুর চেয়ে অনিবার্য সত্য আর কিছুই হয় না। তাই মৃত্যু নিয়ে মানুষের কৌতুহলেরও শেষ নেই। অনেকে অনেকভাবে মৃত্যুর ব্যাখ্যা দিয়েছেন। এখানে মৃত্যু নিয়ে এমনই কিছু বিস্ময়কর তথ্য তুলে ধরা হলো যা আমাদের আমাদের দৈনন্দিন ধারণার বাইরে।

১. পৃথিবীতে হৃদরোগেই বেশিরভাগ মানুষ মারা যান।

২. কমবয়সি পুরুষদের অধিকাংশই মারা যান দুর্ঘটনায়।

৩. মৃত্যুর পরে নখের বৃদ্ধি ঘটে না।

৪. প্রতি সেকেন্ডে যতজন শিশু জন্ম নেয়, তার দ্বিগুণেরও বেশি মানুষ মারা যায়।

৫. প্রতি দিনই ‘খানিকটা করে মারা যাচ্ছি’ আমরা সবাই। প্রতিদিন দেহে প্রায় ৫০ বিলিয়ন কোষের মৃত্যু হয়।

৬. ফরেনসিক বিশেষজ্ঞরা মৃতদেহে লেগে থাকা পোকার চরিত্র দেখে মোটামুটিভাবে বলতে পারেন মৃত্যু ঠিক কতক্ষণ বা কত দিন আগে হয়েছে।

৭. অল্পবয়সি মহিলাদের অধিকাংশই মারা যান সন্তান প্রসব করতে গিয়ে।

৮. মৃত্যুর চার ঘণ্টা পরে দেহের পেশিগুলিতে রাসায়নিক বিক্রিয়ার ফলে সংকোচন ঘটে। দেহ শক্ত হতে আরম্ভ করে। একে ‘রিগর মর্টিস’ বলে। কিন্তু ৩৬ ঘণ্টা পরে রিগর মর্টিস উধাও হতে শুরু করে।

৯. মৃত্যুর পরে অগ্ন্যাশয় ও পাচনতন্ত্রের অন্যান্য অংশ হজমের সহায়ক এনজাইমে পূর্ণ হয়ে যায়। এতে ওই অঙ্গগুলোই ‘হজম’ হয়ে যেতে শুরু করে। তার পরে পুরো দেহতেই এই প্রক্রিয়া ছড়িয়ে পড়ে। এর নাম ‘অটোলাইসিস’।

Related Posts

Leave a Reply