April 28, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular শারীরিক

ভয়ঙ্কর এই পশুর ডিএনএ তে ক্যান্সার নিরাময়!

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :

ক্যান্সার নিরাময়ে এবার ডায়নোসরের ডিএনএ! মরণব্যাধি ক্যান্সারসহ নানা রোগ সারাতে বিজ্ঞানীরা ডায়নোসরের ডিএনএ’তে আশার আলো দেখলেন।

কোটি কোটি বছর আগের ডায়নোসরের হাড়গোড় পরীক্ষা-নিরীক্ষার পর বিজ্ঞানীরা এ তথ্য জানান।

তাদের দাবি, ডায়নোসরের ডিএনএ মানবদেহের গুরুতর রোগ সারাতে সক্ষম। ডায়নোসরের এ ডিএনএ দিয়ে মরণব্যাধি ক্যান্সার এবং ভাঙা হাড়ের চিকিৎসাও করা যাবে।

গবেষণায় যে ডায়নোসরটি ব্যবহার করেছে বিজ্ঞানীরা তার বয়স সাত কোটি ২০ লাখ বছর। ডায়নোসরের ২৬ ফুট দীর্ঘ ফসিল পরীক্ষা করে এ তথ্য জানান বিজ্ঞানীরা।

গবেষণায় তারা দেখেছেন, শুধু ডায়নোসরই নয় এ প্রজাতির অন্যান্য প্রাণী যেমন কুমিরের ডিএনএ-ও মানুষের ক্যান্সারসহ নানা রোগ সারাতে পারে। ডেইলি মেইলের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

Related Posts

Leave a Reply