May 1, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

দেশে করোনার বলি ৬৭, আক্রান্ত ছাড়াল দেড় লক্ষের বেশি 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

দেশজুড়ে অব্যাহত করোনার দাপট। টানা তিনদিন দৈনিক সংক্রমণ ছাড়াল ২১ হাজারের গণ্ডি! আর এই চোখ রাঙানির জেরেই অ্যাকটিভ কেস বেড়ে হল দেড় লক্ষেরও বেশি। গত ২৪ ঘণ্টায় বাড়ল মৃত্যুর সংখ্য়াও। প্রতিটি রাজ্যকে সংক্রমণ নিয়ে সতর্ক করেছে কেন্দ্র।

শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা  আক্রান্ত হয়েছেন ২১,৪১১ জন। দেশের মোট করোনা সংক্রমিত ৪ কোটি ৩৮ লক্ষেরও বেশি। দৈনিক পজিটিভিটি রেট ৪.৪৬ শতাংশ। সংক্রমণের পাশাপাশি গত কয়েকদিনের মতো এদিনও লাফিয়ে বাড়ল অ্যাকটিভ কেস। দেশের সক্রিয় রোগী ৬০০-র বেশি বেড়ে বর্তমানে হয়েছে ১ লক্ষ ৫০ হাজার ১০০। গোটা দেশে অ্য়াকটিভ কেসের হার ০.৩৪ শতাংশ। স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৬৭ জন। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৫ হাজার ৯৯৭।

এখনও করোনা পরিস্থিতি উদ্বেগজনক কেরল, কর্ণাটক, তামিলনাড়ু, মহারাষ্ট্র-সহ বেশ কিছু রাজ্যের। গত ২৪ ঘণ্টাতেই যেমন মহারাষ্ট্রে সংক্রমিত আড়াই হাজারের বেশি। প্রাণ হারিয়েছেন ৬ জন। তামিলনাড়ুতেও গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত দু’হাজারের বেশি মানুষ।

এসবের মাঝে মারণ ভাইরাসের সঙ্গে লড়াইয়ে শক্তি জোগাচ্ছেন করোনাজয়ীরাই। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৩১ লক্ষ ৯২ হাজার ৩৭৯ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ২০,৭২৬ জন। সুস্থতার হার ৯৮.৪৬ শতাংশ।

Related Posts

Leave a Reply