May 5, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

এবার কোনও খরচই করতে হবে না সেট পরীক্ষার্থীদের

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :
বার থেকে ‘সেট’ পরীক্ষায় বসতে গেলে কোনও খরচই করতে হবে না প্রার্থীদের। কলেজ সার্ভিস কমিশনের জারি করা নতুন বিজ্ঞপ্তিতে তেমনই উল্লেখ করা হয়েছে। তবে কি সবার জন্য একই নিয়ম?

সোমবার কলেজ সার্ভিস কমিশনের দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৩ তম সেট পরীক্ষায় যে সমস্ত পড়ুয়ারা করোনা আক্রান্ত হয়েছিলেন তাঁরাই এবার নিখরচায় পরীক্ষা দিতে পারবেন! কমিশনের তরফে আরও জানানো হয়েছে, আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে ওই সব পড়ুয়াকে তাঁদের যাবতীয় তথ্য মেইল করে জানাতে হবে।

উল্লেখ্য, অন্যবারের তুলনায় এবারের সেট পরীক্ষার প্রার্থীর সংখ্যা অনেক বেশি। এখনও পর্যন্ত আবেদনপত্র জমা পড়েছে ৮০ হাজারের বেশি। কমিশন সূত্রে খবর, এই সংখ্যা ৮৫ হাজার ছাড়িয়ে যেতে পারে। যাঁরা ইতিমধ্যেই টাকা জমা দিয়েছে পরীক্ষার জন্য, কিন্তু করোনা আক্রান্ত হয়েছিলেন তাঁদের টাকা ফেরত দেওয়া হবে বলেও জানানো হয়েছে।

এবারের সেট পরীক্ষা ২০২৩ সালের ৮ জানুয়ারি। সেই মতো এক মাস আগে থেকেই আবেদন করার কথা ঘোষণা করা হয়েছে।

Related Posts

Leave a Reply