April 29, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

নকলে নয় তল্লাশিতে অপমানিত ছাত্রীর গায়ে আগুন

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :

রীক্ষার হলে নকল করার সময় হাতনাতে ধরা পড়া এক ছাত্রী (Student) বাড়ি ফিরে গায়ে আগুন দিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছে। তার শরীরের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছে। অবস্থা গুরুতর বলে চিকিৎসকরেরা জানিয়েছেন।

ঘটনাটি জামশেদপুরের সীতারামদেব ছায়ানগরের শারদামণি বালিকা উচ্চ বিদ্যালয়ের। নবম শ্রেণির ওই ছাত্রীর বর্তমানে টাটা মেইন হাসপাতালে চিকিৎসা চলছে।

অভিযোগ, নকল করার সন্দেহে শুক্রবার শিক্ষক চন্দ্র দাস এক ছাত্রীকে পোশাক খুলে পরীক্ষা করেন। নবম শ্রেণির ছাত্রী তাতে এতটাই মানসিক আঘাত পায় যে বাড়ি ফেরার সঙ্গে সঙ্গে সে গায়ে কেরোসিন ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। সেই অবস্থায় সে বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় এসে অজ্ঞান হয়ে যায়। স্থানীয় মানুষ জল ঢেলে আগুন নিভিয়ে নিয়ে যায় এমজিএম হাসপাতালে। প্রায় ৯৫ শতাংশ পুড়ে যাওয়ায় তাকে টাটা মেন হাসপাতালে রেফার করা হয়।

শিক্ষক চন্দ্র দাসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পরিবার। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। আজ স্কুল বন্ধ। পরীক্ষাও আপাতত স্থগিত করা হয়েছে।

Related Posts

Leave a Reply