May 2, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি রোজনামচা

যেকোন সময় দেউলিয়া হতে পারে বিশ্বের ধনীতম মালিকের কোম্পানি টুইটার

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস : 
বিশ্বের ধনীতম ব্যক্তি সেই সংস্থার দায়িত্বে। তবু নাকি সংস্থা দেউলিয়া হয়ে যেতে পারে যে কোনও সময়ে। টুইটারের ভবিষ্যৎ নিয়ে এমনই আশঙ্কা দেখছেন খোদ মালিক, তথা ইলন মাস্ক ।

বৃহস্পতিবার সংস্থার বৈঠকে এই উদ্বেগ প্রকাশও করলেন তিনি। জানালেন, আর্থিক সংকট এমনই অবস্থায় পৌঁছেছে, তা সহজে মিটবে না। এমনকি আগামী বছরেও সংস্থা কয়েক বিলিয়ন ডলার খোয়াতে পারে। তাই সংস্থার ৫০ শতাংশ কর্মীকে ছাঁটাই করে ফেলার পরেও আশঙ্কা থেকেই যাচ্ছে দেউলিয়া হওয়ার।

এপ্রিল মাসে ৪ হাজার ৪০০ কোটি ডলার দিয়ে টুইটার কিনে নিয়েছিলেন ইলন মাস্ক। সপ্তাহ দুয়েক আগেই তিনি হাতে নেন মালিকানা। তার পরেই তেড়েফুঁড়ে উঠেছেন আর্থিক সমস্যা সামাল দিতে, যার প্রথম ধাপ গণছাঁটাই।

মার্কিন সংবাদ সংস্থার রিপোর্ট বলছে, সংস্থার তরফে ছাঁটাইয়ের পাশাপাশি ইস্তফাও দিচ্ছেন বহু উচ্চপদস্থ আধিকারিক। বুধবারই পদত্যাগ করেছেন টুইটারের দুই এক্সিকিউটিভ, ইয়োল রোথ ও রবিন হুইলার। বৃহস্পতিবার ইস্তফা দেন চিফ সিকিউরিটি অফিসার লিয়া কিসনারও। এর আগে চাকরি ছেড়েছিলেন চিফ প্রাইভেসি অফিসার ডেমিয়ান কিয়েরান ও চিফ কমপ্লায়েন্স অফিসার মারিয়ান ফোগার্টি।

Related Posts

Leave a Reply