May 4, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

পথেঘাটে নারীদের খোলা মুখ দেখবে স্মার্ট ক্যামেরা

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :
হিজাব না পরার অপরাধে ২১ বছরের তরুণী মাহশা আমিনিকে হেফাজতে নিয়ে খুন করার অভিযোগ উঠেছিল ইরানের নীতি পুলিশের বিরুদ্ধে। তারপরেই সেদেশের হাজার হাজার সাধারণ মানুষ প্রতিবাদে পথে নেমেছিলেন। হিজাব পুড়িয়ে, নগ্ন হয়ে, চুল কেটে বিক্ষোভ, পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ, অজস্র প্রতিবাদীর মৃত্যু-এসবের এখনও বছর ঘোরেনি। তার মধ্যেই হিজাব পরার বাধ্যবাধকতা নিয়ে আরও কঠোর ইরান সরকার। হিজাব-হীন বেপর্দা নারীদের চিহ্নিত করতে এবার পথেঘাটে স্মার্ট ক্যামেরা বসিয়ে নজরদারি চালানো হবে বলে জানিয়েছে সেদেশের পুলিশ।

শনিবার ইরান পুলিশের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, হিজাব আইন ভঙ্গ করবেন যাঁরা, তাঁদের চিহ্নিত করার জন্য স্মার্ট প্রযুক্তি ব্যবহার করা হবে। প্রকাশ্য জায়গায় লাগানো হবে স্মার্ট ক্যামেরা ও অন্যান্য টুলস। সেসবের সাহায্যে সহজেই শনাক্ত করা যাবে ইসলামিক পোশাকবিধি ভঙ্গকারীদের।

প্রাথমিকভাবে প্রমাণ সহ মেসেজ পাঠিয়ে পুলিশের তরফ থেকে সতর্ক করা হবে আইন অমান্যকারীদের। একই অপরাধ দ্বিতীয়বার করলে তার পরিণাম কী হতে পারে, সেই বিষয়ে সাবধান করা হবে তাঁদের।

Related Posts

Leave a Reply