April 29, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা শারীরিক

এর সাহায্যেই মশার দাপট, তীব্র হচ্ছে ডেঙ্গি, দাবি গবেষণায়

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :
র্ষার স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় মশার উৎপাত বাড়ে, এমনটাই এতদিন জানতাম আমরা। কিন্তু খামখেয়ালি আবহাওয়া সব হিসেব উল্টে দিচ্ছে। গবেষকরা বলছেন, ভ্যাপসা গরমেও ডেঙ্গির প্রকোপ বাড়ছে। বংশবিস্তার করছে এডিস মশারা। কেরলের রাজীব গান্ধী সেন্টার ফর বায়োটেকনোলজি (আরজিসিবি)-র গবেষকরা দাবি করেছেন, তাপমাত্রা বাড়লে ডেঙ্গি ভাইরাস আরও সংক্রামক হয়ে উঠতে পারে।

গবেষকদের দাবি, ডেঙ্গি ভাইরাসের স্ট্রেন বিভিন্ন তাপমাত্রায় রেখে তার প্রভাব পরীক্ষা করে দেখা হয়েছে। দেখা গেছে, তবেশি তাপমাত্রায় থাকা ডেঙ্গি ভাইরাসের মধ্যে রাসায়নিক বদল হয়েছে। ভাইরাল স্ট্রেন আরও সংক্রামক হয়ে উঠেছে। ফর্টিস এসকর্ট হাসপাতালের চিকিৎসক ডা. সুনীল চৌধুরী ল্যাবরেটরিতে ইঁদুরদের উপর পরীক্ষা করে দেখেন, উচ্চ তাপমাত্রায় থাকা ডেঙ্গি ভাইরাসের (Dengue) স্ট্রেন ইঁদুরের হার্ট, লিভার, কিডনিতে মারাত্মক ক্ষতি করেছে। তাপমাত্রা যত বাড়ানো হয়েছে, ততই বেড়েছে ভাইরাসের সংক্রমণ ক্ষমতা।

Related Posts

Leave a Reply