May 1, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি রোজনামচা

‘সুখটানে’ সেন্সর রেলের 

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস : 
এমন কমই যাত্রী আছেন যারা কখনও না কখনও ট্রেনে যাত্রার সময় লুকিয়ে বাথরুমে বা দরজার কাছে দাঁড়িয়ে ধূমকান করেননি৷ আসে-পাশে লেখা ‘নো স্মোকিং’ দেখেও দেখেন না তারা৷ ধূমপান করতে গিয়ে ধরা পড়লে মোটা টাকার জরিমানাও রয়েছে৷ কিন্ত্ত এসবের পরও অনেককেই ট্রেনে ধোঁয়া ছাড়তে দেখা যায়৷ কিন্তু এবার তাদের জন্য মোক্ষম দাওয়াই আনল ভারতীয় রেল৷ এবার যাত্রীদের সুখটানের ‘বদঅভ্যাস’ কাটাতে ট্রেনের কোচগুলিতে বসানো হচ্ছে অত্যাধুনিক ‘স্মোক ডিটেক্টর’৷ ধূমপান করলেই মুহূর্তে ধরে ফেলবে এই ‘স্মোক ডিটেক্টর’৷
ভারতীয় রেল এবার নিয়ে আসছে অত্যাধুনিক ‘ফায়ার ডিটেকশন অ্যান্ড ব্রেক অ্যাপ্লিকেশন’  বা ‘এফডিবিএ’ সিস্টেম৷ ট্রেনের কামরায় বসানো এই যন্ত্র সমস্ত ধরণের ধোঁয়া বা আগুন আটকাতে সাহায্য করবে৷ এমনকি সিস্টেমটি অ্যালার্ট মোডও দেবে৷ যার মাধ্যমে ট্রেন থামানোর জন্য স্বয়ংক্রিয় ব্রেক চালু হয়ে যাবে৷
রেল সূত্রে জানা গিয়েছে, সিগারেট কিংবা যে কোনো ধরনের ধোঁয়া বেরোলে তা স্মোক সেন্সরে ধরা পড়ে যাবে৷ এছাড়াও যে কোনও ধোঁয়া নিয়ন্ত্রণ প্যানেলে বিশ্লেষণ করা হবে৷ সেই ধোঁয়ার ঘনত্ব কম হলে কন্ট্রোল প্যানেল অ্যালার্ট দেবে৷ আর সেই ধোঁয়া বেরোতে থাকলে কামরার ভেতর লাল বাতি জ্বলবে৷ এরপর ধোঁয়া আরও বাড়তে থাকলে ব্রেক কাজ করা শুরু করবে এবং ট্রেন থেমে যাবে৷ এর ঠিক ১ মিনিট পরে একটি ঘোষণা হবে৷ যেখানে বলা হবে,  দয়া করে কামরাটি খালি করে দিন৷ কারণ আগুন লাগার সম্ভাবনা রয়েছে৷ সামগ্রিকভাবে এই নিখুঁত ব্যবস্থাটি চালু হতে চলেছে ভারতীয় রেলে৷ যা ট্রেনে আগুন লাগার ঝুঁকি কম করার জন্য বেশিরভাগ দূরপাল্লার ট্রেনের কামরাগুলিতে ব্যবহার করা হবে৷ইতিমধ্যে সমস্ত পাওয়ার ও প্যান্ট্রি কার কোচ (১৩৮ টির মধ্যে ১৩৮ টি) এই ধরনের আগুন শনাক্তকরণ ব্যবস্থার মাধ্যমে সম্পূর্ণরূপে সুরক্ষিত করা হয়েছে৷ পূর্ব রেলের দীর্ঘ বা লম্বা দূরত্বের ট্রেনের ৮৭% এসি যাত্রীবাহী কোচ (১০৯২ টির মধ্যে ৯৪৯) এফডিবিএ সিস্টেম দ্বারা সুরক্ষিত করা হয়েছে৷ রেলের তরফে বলা হয়েছে, বাকি ১৪৩ টি কামরায় খুব শীঘ্রই এই জাতীয় যন্ত্র যুক্ত করা হবে৷

Related Posts

Leave a Reply